ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ আই বি পি এস পরীক্ষার দ্বারা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ক্লার্ক পদে মোট ৬০৩৫ জন কর্মী নিয়োগ করা হবে। মোট ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ 

 

আই বি পি এস এর কমন রিটেন এক্সামে পাশ করলে চাকরির সুযোগ পাওয়া যাবে এই ব্যাঙ্কগুলিতে - Bank of Baroda, Canara Bank, Indian Overseas Bank, UCO Bank, Bank of India,  Central Bank of India,  Punjab National Bank, Union Bank of India, Bank of Maharashtra,  Indian Bank এবং Punjab & Sind Bank। 

 

আরও পড়ুনঃ বয়স কেবল সংখ্যা মাত্র, কাজের ইচ্ছেই আসল কথা

 

আবেদন করতে হবে অনলাইনে ২১ জুলাই, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

পোস্ট - ক্লার্ক

মোট শূন্যপদ - ৬০৩৫টি

পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে শূন্যপদ - ৫২৮টি

যোগ্যতা - যে কোন শাখাতে গ্র্যাজুয়েট পাশ এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

পাশাপাশি আঞ্চলিক ভাষাতে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২২ অনুযায়ী ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

আরও পড়ুনঃ এক ধাক্কায় প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, লাগু আজ থেকেই

 

আই বি পি এস এর কমন রিটেন এক্সামে পাশ করলে চাকরির সুযোগ পাওয়া যাবে এই ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে - Bank of Baroda, Canara Bank, Indian Overseas Bank, UCO Bank, Bank of India,  Central Bank of India,  Punjab National Bank, Union Bank of India, Bank of Maharashtra,  Indian Bank এবং Punjab & Sind Bank। 

নির্বাচন পদ্ধতি

প্রিলিমিনারী ও মেন পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষাতে প্রশ্নপত্র করা হবে।

অনলাইনে প্রিলি পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময়সীমা সেপ্টেম্বর, ২০২২।

 

 আরও পড়ুনঃ ১ দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন এই অফবিট জায়গায়

মেন পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময়সীমা অক্টোবর, ২০২২।

লিখিত পরীক্ষার সিলেবাস, নম্বর, ধরণ প্রভৃতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in এর মাধ্যমে ২১ জুলাই, ২০২২ এর মধ্যে।

ইন্টিমেশান চার্জ বাবদ আবেদন মূল্য ৮৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/ এক্স - সার্ভিসম্যান এর ক্ষেত্রে কেবল ১৭৫/-

 

আরও পড়ুনঃ মণিপুরের ধসে মৃত ১৪, নিখোঁজ ৭০

টাকা আবেদন মূল্য জমা করতে হবে। সার্ভিসম্যান এর ক্ষেত্রে কেবল ১৭৫/- টাকা আবেদন মূল্য জমা করতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যম গুলির দ্বারা।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ