ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কোচি শিপইয়ার্ড লিমিটেডে বিভিন্ন পদে শতাধিক কর্মী নিয়োগ করা হবে। সকলেই আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ 

আবেদন করতে হবে অনলাইনে ৮ জুলাই, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) সেমি স্কিলড রিগার
শূন্যপদ - ৫৩টি
যোগ্যতা - চতুর্থ শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৮ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

২) স্ক্যাফ ফোল্ডার
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই/ এস এস এলসি পাশ অথবা এস এস এলসি পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৮ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

৩) সেফটি অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১৮টি
যোগ্যতা - এস এস এলসি পাশ ও ফায়ার/সেফটি তে এক বছরের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৮ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

৪) ফায়ারম্যান
শূন্যপদ - ২৯টি
যোগ্যতা - এস এস এলসি পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেনিং/সার্টিফিকেট এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৮ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

৫) কুক (CSL গেস্ট হাউস)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সপ্তম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৮ জুলাই, ২০২২ অনুযায়ী ৫৩ বছরের মধ্যে।

বেতন - প্রথম বছর - ২২,১০০/- টাকা, দ্বিতীয় বছর - ২২,৮০০/- টাকা এবং তৃতীয় বছর ২৩,৪০০/- টাকা মাসিক প্রদান করা হবে।

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা, প্র্যাক্টিক্যাল টেস্ট ও ফিজিক্যাল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। 

পোস্ট অনুযায়ী নির্বাচিত পদ্ধতির ধরণ ভিন্ন। পরীক্ষার নম্বর, ধরণ, সিলেবাস প্রভৃতি বিস্তারিত জানতে দেখুন CSL এর অফিসিয়াল ওয়েবসাইট www.cochinshipyard.in

তিন বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে CSL এর অফিসিয়াল ওয়েবসাইট www.cochinshipyard.in  এর মাধ্যমে ৮ জুলাই, ২০২২ এর মধ্যে।

আবেদন করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

আবেদন মূল্য ২০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না। 

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/UPI/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।

আবেদনকারী কেবলমাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CSL এর অফিসিয়াল ওয়েবসাইট www.cochinshipyard.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ