ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতীয় রেলের ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) বিভিন্ন ট্রেডে মোট ৬০০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - APP/01/2022।

আরও পড়ুনঃ 

অভিজ্ঞ ও অনভিজ্ঞ ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ২৭ জুলাই, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

যে যে ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) কারপেন্টার
শূন্যপদ - অনভিজ্ঞ - ৩৭টি, অভিজ্ঞ - ৫০টি

২) ইলেকট্রিশিয়ান
শূন্যপদ - অনভিজ্ঞ - ৩২টি, অভিজ্ঞ - ১৫৬টি

৩) ফিটার
শূন্যপদ - অনভিজ্ঞ - ৬৫টি, অভিজ্ঞ - ১৪৩টি

৪) মেশিনিস্ট
শূন্যপদ - অনভিজ্ঞ - ৩৪টি, অভিজ্ঞ - ২৯টি

৫) পেন্টার
শূন্যপদ - অনভিজ্ঞ - ৩৩টি, অভিজ্ঞ - ৫০টি

৬) ওয়েল্ডার
শূন্যপদ - অনভিজ্ঞ - ৭৫টি, অভিজ্ঞ - ১৭০টি

৭) পাসা
শূন্যপদ -  অভিজ্ঞ - ২টি

 

আরও পড়ুনঃ প্রয়াত হয়েও মেয়ের বিয়েতে বাবা এলেন অন্যরূপে

যোগ্যতা - অভিজ্ঞ বা এক্স আই টি আই এর ক্ষেত্রে কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।

এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার এ দক্ষতা থাকতে হবে।

অনভিজ্ঞদের ক্ষেত্রে কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে।

তবে ফিটার, ইলেকট্রিশিয়ান ও মেশিনিস্ট ট্রেডের ক্ষেত্রে মাধ্যমিকে গণিত ও বিজ্ঞান বিষয় থাকা বাধ্যতামূলক।

বয়স - বয়স হতে হবে ২৬ জুলাই, ২০২২ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা মাধ্যমিক পাশ হলে প্রতি মাসে ৬০০০/- টাকা এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে প্রতি মাসে ৭০০০/- টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে।

অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রেও প্রতি মাসে ৭০০০/- টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি

শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর ও ফিজিক্যাল ফিটনেস/মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

আরও পড়ুনঃ ধামাকাদার অফার ! মাত্র 204 টাকাতেই এবার 4 জি মোবাইল 

ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1961 অনুযায়ী।

ট্রেনিং পিরিয়ড - অভিজ্ঞদের ক্ষেত্রে ১ বছর এবং অনভিজ্ঞ দের ক্ষেত্রে ২ বছর।

কেবল ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ড - ১ বছর ৩ মাস।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ICF এর অফিসিয়াল ওয়েবসাইট https://pb.icf.gov.in/ এর মাধ্যমে ২৭ জুলাই, ২০২২ এর মধ্যে।

আবেদন করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

 

আরও পড়ুনঃ এবার করোনার জরুরি ভিত্তিতে ছাড় দেওয়া হল দেশীয় ভ্যাকসিন

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ICF এর অফিসিয়াল ওয়েবসাইট https://pb.icf.gov.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ