ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সন্তু সামন্তঃ রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে টিচার্স ট্রেনিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। ২০২২-২০২৪ সেশনে ভর্তি নেওয়া হবে অনলাইনে। কোর্স- B. Ed. /M. Ed./B. P. Ed. / M.P. Ed।

 

আরও পড়ুনঃ 

 

ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ১১ অক্টোবর।
 
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট অনলাইনেই আপলোড করতে হবে। ক্লাস শুরুর সময় ডকুমেন্ট ভেরিফাই করা হবে।

অনলাইনে দেওয়া তথ্যের সঙ্গে ডকুমেন্ট এর মিল না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। 

প্রসঙ্গত, ২ বছরের কোর্সে প্রাইভেট কলেজ ও সেলফ ফিনান্স কলেজের ভর্তি ফি প্রতি বছর সর্বাধিক ৭৫ হাজার টাকা। এর মধ্যেই ডেভেলপমেন্ট ফি এবং ফেরতযোগ্য কশান মানি বাবদ ৫০০০ টাকা ধরা আছে। তবে হোস্টেল চার্জ বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ফি এই ৭৫ হাজার টাকার মধ্যে ধরা নেই, ওটা আলাদা দিতে হবে। 

ভর্তি সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলার উচ্চশিক্ষা পোর্টালে। ঠিকানা -https://banglaruchchashiksha.wb.gov.in/ 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ