ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কীভাবে সংবাদ লিখতে হয় তা এবার শেখাতে চলেছে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। সম্পূর্ণ কোর্সটি অনলাইনে করানো হবে। অর্থাৎ বাড়িতে বসেই শিখে নেওয়া যাবে সংবাদ রচনার কারিকুরি। 

আরও পড়ুন - উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় NIT তে চাকরি

এই কোর্সটি বিশ্ববিদ্যালয়ের  একটি স্বল্প মেয়াদী কোর্স। 

এখন ভর্তি চলছে।  আবেদন ও ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মে, ২০২২।

আরও পড়ুন - কলকাতা এয়ারপোর্টে চাকরি

অফিসিয়াল বিজ্ঞপ্তি -  Admission Notice (Bengali) | Admission Notice (English) | e-Brochure | Admission Link


ক্লাস শুরু হবে ৫ জুন, ২০২২ এ। 

আবেদন পত্র পাওয়া যাবে এই লিঙ্কে -  https://ums.nsouict.ac.in/admission/forms 

কোর্সের সময়সীমা -  ০৫/০৬/২০২২ – ৩১/০৭/২০২২ (দু'মাস ) । কোর্স ফি ১৬৫০ টাকা। 

আরও পড়ুন - মাধ্যমিক পাশ হলেই আয়কর দপ্তরে চাকরির সুযোগ

যে কোন বিষয়ের গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা  আবেদনের যোগ্য।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsou.ac.in  বা সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট www.cltcsnsou.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ