ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কমপক্ষে মাধ্যমিক পাশ থাকলেই কলকাতা এয়ারপোর্টে চাকরির জন্য আবেদন করা যাবে।  এই সুযোগ দিচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড। 

শুরুতেই বেতন কমপক্ষে ১৭,৫২০/- টাকা। তবে যোগ্যতা থাকলে শুরুতেই ৭৫ হাজার টাকা বেতন পাওয়ার ও সুযোগ রয়েছে। 

আরও পড়ুন - ডেটা এন্ট্রি অপারেটর ও অ্যাসিস্ট্যান্ট পদে মোট ৩৭৮ জন কর্মী নিয়োগ

নিয়োগ করা হবে কলকাতায়।  হ্যান্ডিম্যান, কাস্টোমার এজেন্ট সহ বিভিন্ন পোস্ট রয়েছে।  মোট ৬০৪টি শূন্যপদ।  
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ এপ্রিল, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) টার্মিনাল ম্যানেজার 
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।
বেতন - ৭৫,০০০/- টাকা

আরও পড়ুন - কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ

২) ডিউটি টার্মিনাল ম্যানেজার - PAX
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।
বেতন - ৬০,০০০/- টাকা

আরও পড়ুন - কয়েক হাজার শূন্যপদে মোট ১৪ টি সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ

৩) ডিউটি ম্যানেজার টার্মিনাল
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।
বেতন - ৪৫,০০০/- টাকা

আরও পড়ুন - কোর্টের ফলপ্রকাশ, দেখে নিন কারা চাকরি পেলেন

৪) জুনিয়র এক্সিকিউটিভ টেকনিক্যাল
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - মেকানিকাল/অটোমোবাইল/প্রোডাকশন/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
বেতন - ২৫,৩০০/- টাকা

আরও পড়ুন - সেক্স এডুকেশান কি ? জানুন সেক্স এডুকেশান এর সাতকাহন

৫) রাম্প সার্ভিস এজেন্ট
শূন্যপদ - ১২টি
যোগ্যতা - মেকানিকাল/ইলেকট্রিক্যাল/প্রোডাকশন/ইলেকট্রনিক্স/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট (৩ বছরের) থাকতে হবে। পাশাপাশি ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স ও আঞ্চলিক ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
বেতন - ২১,৩০০/- টাকা

আরও পড়ুন - গুগুল পে দিয়ে এইভাবে খুব সহজেই ব্যবসায়িক লেনদেন করা যায়


৬) ইউটিলিটি এজেন্ট কাম রাম্প ড্রাইভার
শূন্যপদ - ৯৬টি
যোগ্যতা - এসএসসি/মাধ্যমিক পাশ এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
বেতন - ১৯,৩৫০/- টাকা


৭) কাস্টোমার এজেন্ট
শূন্যপদ - ২০৬টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রীর পাশাপাশি IATA - UFTAA অথবা IATA - FIATA অথবা IATA - DGR অথবা IATA - CARGO ডিপ্লোমা থাকতে হবে
অথবা, গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
বেতন - ২১,৩০০/- টাকা

৮) হ্যান্ডিম্যান/হ্যান্ডিওমেন
শূন্যপদ - ২৭৭টি
যোগ্যতা - এসএসসি/মাধ্যমিক পাশ এবং আঞ্চলিক ভাষা ও হিন্দি ভাষায় দক্ষতা এবং ইংরেজি ভাষা বোঝার ক্ষমতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
বেতন - ১৭,৫২০/- টাকা
তবে ক্রমিক ৪ নং থেকে ৮ নং পোস্টের ক্ষেত্রে নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 Advertisement of Kolkata Recruitment.


 Corrigendum - Kolkata Recruitment Advertisement

নির্বাচন পদ্ধতি


ক্রমিক ১ নং থেকে ৪ নং পোস্টের ক্ষেত্রে  স্ক্রিনিং/পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
ক্রমিক ৭ নং পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ ও তার পরবর্তীকালে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
ক্রমিক ৫ ও ৬ নং পোস্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে ট্রেড টেস্ট এবং স্ক্রিনিং এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
ক্রমিক ৮ নং পোস্টের ক্ষেত্রে স্ক্রিনিং এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচিত প্রার্থীদের এক বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ এপ্রিল, ২০২২ এর মধ্যে। আবেদন পত্র এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট - www.aiasl.in  থেকে ডাউনলোড করতে হবে।

আবেদনপত্র - ডাউনলোড করুন এখনই

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' HRD Department, Air India Premises, AI Airport Services Limited, New Technical Area, GS Building, Ground floor, Kolkata - 700052 
Ph - (033) 2569 5096 '।
খামের উপর লিখতে হবে - " POST APPLIED FOR ___, AIASL "।

আবেদন মূল্য ৫০০/- টাকা। টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় ' in favour of "AI Airport Services Limited" payable at Mumbai '। তবে এসসি/এসটি/এক্স - সার্ভিসম্যানের ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট - www.aiasl.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ