ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : মাধ্যমিক পাশ হলেই আয়কর দপ্তরে চাকরির সুযোগ পাওয়া যাবে। তবে গ্র্যাজুয়েট হলে আরো উচ্চ পদে চাকরির সুযোগ থাকছে। নেওয়া হবে এই সমস্ত পোস্টে - মাল্টি টাস্কিং স্টাফ, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। আবেদনের সুযোগ রয়েছে আর মাত্র ৩ দিন। অর্থাৎ আবেদন করতে হবে ১৮ এপ্রিল, ২০২২ এর মধ্যে।

কোন যোগ্যতায় কোন পোস্ট


১) মাল্টি টাস্কিং স্টাফ
মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন।

২) ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট
গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন।

৩) ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর
গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৮ এপ্রিল, ২০২২ এর মধ্যে। আবেদন পত্র আয়কর ভবনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometaxindia.gov.in  থেকে ডাউনলোড করতে হবে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Additional Commissioner of Income Tax, Headquaters (Personnel & Establishment), 1st floor, Room No. 14, Aayakar Bhavan, P-7, Chowringhee Square, Kolkata - 700069 '।
খামের উপর লিখতে হবে - " APPLICATION FOR THE POST OF __ UNDER MERITORIOUS SPORT PERSON'S  QUOTA "
একাধিক পোস্টে আবেদন করা যাবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন এই ওয়েবসাইট -  Read Now  

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ