ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে মোট ২২৫ জন ট্রেনি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - NPCIL/HRM/ET/2022/02।

ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। 

আরও পড়ুনউচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় NIT তে চাকরি

ট্রেনিং পিরিয়ড - ১ বছর

প্রথম একবছর ট্রেনিং পিরিয়ড চলাকালীন মাসিক ৫৫,০০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।

আরও পড়ুনকলকাতা এয়ারপোর্টে চাকরি


আবেদন করতে হবে অনলাইনে ২৮ এপ্রিল, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


যে যে শাখাতে নিয়োগ করা হবে সেগুলি হল - 
১) মেকানিকাল 
শূন্যপদ - ৮৭টি
২) কেমিক্যাল 
শূন্যপদ - ৪৯টি
৩) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ৩১টি
৪) ইলেকট্রনিক্স
শূন্যপদ - ১৩টি
৫) ইন্সট্রুমেন্টেশন
শূন্যপদ - ১২টি
৬) সিভিল
শূন্যপদ - ৩৩টি

আরও পড়ুন - মাধ্যমিক পাশ হলেই আয়কর দপ্তরে চাকরির সুযোগ

যোগ্যতা

সংশ্লিষ্ট শাখার বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ বি.ই/বি.টেক/বি.এসসি ইঞ্জিনিয়ারিং বা এম.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২২ অনুযায়ী ২৬ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতন - ৫৬,১০০/- টাকা

 

নির্বাচন পদ্ধতি


যে সকল আবেদনকারী GATE ২০২০, ২০২১ ও ২০২২ পরীক্ষা দিয়েছে কেবল মাত্র তারাই আবেদনের যোগ্য।

GATE এর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল শর্ট সিলেক্টেড প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। পাশাপাশি শারীরিক ভাবে সক্ষম হতে হবে।

ইন্টারভিউ এর জন্য শর্ট সিলেক্টেড প্রার্থীদের নামের তালিকা NPCIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.npcilcareers.co.in  এ প্রকাশিত করা হবে।

ইন্টারভিউ এর কল লেটারের প্রিন্ট আউট বার করে নিতে হবে। ইন্টারভিউ হওয়ার সম্ভাব্য তারিখ ১৩ জুন, ২০২২ থেকে ২৫ জুন, ২০২২ এর মধ্যে।

উল্লেখিত আবেদনপত্রে ইন্টারভিউ কোথায় কোথায় হবে তা বলা আছে। আবেদনকারীকে আবেদনপত্র পূরণ করার সময় তা নির্বাচন করতে হবে।

নির্বাচিত প্রার্থীদের NPCIL এ কমপক্ষে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ ভাবে কাজ করা বাধ্যতামূলক। 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে NPCIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.npcilcareers.co.in  এ ২৮ এপ্রিল, ২০২২ এর মধ্যে।
তবে আবেদন করার আগে আবেদনকারীকে অবশ্যই GATE পরীক্ষার অ্যাডমিট কার্ডে দেওয়া রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।

আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না। টাকা জমা করতে হবে অনলাইনে SBI এর লিঙ্কে www.onlinesbi.co.in

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NPCIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.npcilcareers.co.in  বা www.npcil.nic.in ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ