ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ নবোদয় বিদ্যালয় সমিতির অন্তর্গত জহর নবোদয় বিদ্যালয়গুলিতে মোট ১২৭৩ জন শিক্ষক নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ 

 

ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে NVS এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ২২ জুলাই, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) প্রিন্সিপাল

শূন্যপদ - ১২টি

যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী ও বি.এড বা সমতুল্য ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৭৮,৮০০/- টাকা - ২,০৯,২০০/- টাকা

 

২) পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (PGT)

মোট শূন্যপদ - ৩৯৭টি

যে যে বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল - 
ক) বায়োলজি
শূন্যপদ - ৪২টি

খ) কেমিস্ট্রি
শূন্যপদ - ৫৫টি

গ) কমার্স
শূন্যপদ - ২৯টি

ঘ) ইকোনমিকস
শূন্যপদ - ৮৩টি

ঙ) ইংরেজি
শূন্যপদ - ৩৭টি

চ) ভূগোল
শূন্যপদ - ৪১টি

ছ) হিন্দি
শূন্যপদ - ২০টি

জ) ইতিহাস
শূন্যপদ - ২৩টি

ঝ) ফিজিক্স
শূন্যপদ - ১৯টি

ঞ) গণিত
শূন্যপদ - ২৬টি

ট) কম্পিউটার সায়েন্স
শূন্যপদ - ২২টি

যোগ্যতা - NCERT স্বীকৃতি প্রাপ্ত দুই বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী অথবা বি.এড সহ কমপক্ষে ৫০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৪৭,৬০০/- টাকা - ১,৫১,১০০/- টাকা

 

৩) ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক (TGT)

মোট শূন্যপদ - ৬৮৩টি

যে যে বিষয়ে ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল - 

ক) ইংরেজি
শূন্যপদ - ১৪৪টি

খ) হিন্দি
শূন্যপদ - ১৪৭টি

গ) গণিত 
শূন্যপদ - ১৬৭টি

ঘ) বিজ্ঞান
শূন্যপদ - ১০১টি

ঙ) সোশ্যাল স্টাডিজ
শূন্যপদ - ১২৪টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫০% নম্বর সহ NCERT স্বীকৃতি প্রাপ্ত চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রী অথবা বি.এড সহ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা

 

৪) অন্যান্য বিষয়ের শিক্ষক

মোট শূন্যপদ - ১৮১টি

যে যে বিষয়ে নিয়োগ করা হবে সেগুলি হল - 

ক) মিউজিক 
শূন্যপদ - ৩৩টি

খ) আর্ট
শূন্যপদ - ৪৩টি

গ) PET (পুরুষ)
শূন্যপদ - ২১টি

ঘ) PET (মহিলা)
শূন্যপদ - ৩১টি

ঙ) লাইব্রেরিয়ান
শূন্যপদ - ৫৩টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

নির্বাচন পদ্ধতি

শর্ট সিলেক্টেড প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য  নির্বাচিত করা হবে।

কেবল মাত্র লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পোস্ট অনুযায়ী লিখিত পরীক্ষার ধরণ আলাদা। পরীক্ষার সিলেবাস, নম্বর, ধরণ, অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রভৃতি বিষয়ে

বিস্তারিত তথ্য জানতে দেখুন NVS এর অফিসিয়াল ওয়েবসাইট www.navodaya.gov.in

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, সহ হাওড়, আসানসোল, বর্ধমান, কল্যাণী, দূর্গাপুর ও শিলিগুড়িতে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

কেবল প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে পরীক্ষা দিল্লীতে নেওয়া হবে।

প্রবেশন পিরিয়ড - ২ বছর

 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে NVS এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ২২ জুলাই, ২০২২ এর মধ্যে।

আবেদনপত্রের প্রিন্ট কপি অবশ্যই বার করে নিতে হবে। পরবর্তীকালে ইন্টারভিউ এর সময় সেটি জমা করতে হবে।

পোস্ট অনুযায়ী আবেদন মূল্য ভিন্ন।

প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ২০০০/- টাকা।

PGT পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ১৮০০/- টাকা এবং TGT ও অন্যান্য শিক্ষক পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ১৫০০/- টাকা।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধী দের ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে দেওয়া লিঙ্কের মাধ্যমে।

টাকা জমা করার শেষ তারিখ ২২ জুলাই, ২০২২।

একাধিক পোস্টে আবেদন করা যাবে।

কিন্তু একই পোস্টের অন্তর্গত বিষয়গুলির মধ্যে কেবল একটি বিষয়ে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NVS এর অফিসিয়াল ওয়েবসাইট www.navodaya.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ