ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (C-DAC) এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - CORP/JIT/01/2022।

 

আরও পড়ুনঃ 

 

আবেদন করতে হবে অনলাইনে ২০ জুলাই, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) প্রোজেক্ট অ্যাসোসিয়েট

শূন্যপদ - ৫০টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই /বি.টেক/এম.ই/এম.টেক/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/পি এইচ ডি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩.৬ - ৫.০৪ LPA (বার্ষিক)

২) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার

শূন্যপদ - ৪০০টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই /বি.টেক/এম.ই/এম.টেক/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/পি এইচ ডি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ০ - ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪.৪৯ - ৭.১১ LPA (বার্ষিক)

৩) প্রোজেক্ট ম্যানেজার

শূন্যপদ - ৫০টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই /বি.টেক/এম.ই/এম.টেক/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/পি এইচ ডি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৯ - ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।
বেতনক্রম - ১২.৬৩ - ২২.৯ LPA (বার্ষিক)

৪) সিনিয়র প্রোজেক্ট ইঞ্জিনিয়ার

শূন্যপদ - ১৫০টি
যোগ্যতা -  কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই /বি.টেক/এম.ই/এম.টেক/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/পি এইচ ডি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ - ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।
বেতনক্রম - ৮.৪৯ - ১৪ LPA (বার্ষিক)
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

নির্বাচন পদ্ধতি 

আবেদন পত্রে দেওয়া যোগ্যতার ভিত্তিতে শর্ট সিলেক্টেড প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং/অথবা স্কিল টেস্ট এবং/অথবা ইন্টারভিউ  এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন C-DAC এর অফিসিয়াল ওয়েবসাইট www.cdac.in

৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে এই পোস্টগুলিতে নিয়োগ করা হবে।

 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে C-DAC এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ২০ জুলাই, ২০২২ এর মধ্যে।

একাধিক পোস্টে আবেদন করা যাবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন C-DAC এর অফিসিয়াল ওয়েবসাইট www.cdac.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ