ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সৈনিক স্কুলে মেট্রন, অফিস সুপারিটেনডেন্ট সহ বিভিন্ন বিষয়ে শিক্ষক পোস্টে নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ আগস্ট, ২০২২ এর মধ্যে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) যে যে বিষয়ে TGT শিক্ষক নিয়োগ করা হবে 

ক) জেনারেল সায়েন্স 
শূন্যপদ - ১টি

খ) হিন্দি 
শূন্যপদ - ২টি

গ) গণিত
শূন্যপদ - ১টি

ঘ) সোশ্যাল সায়েন্স
শূন্যপদ - ২টি

ঙ) ইংরেজি
শূন্যপদ - ১টি

চ) সংস্কৃত
শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রী কোর্স অথবা বি.এড সহ কমপক্ষে ৫০% নম্বর নিয়ে গ্র্যাজুয়েট /পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

বেতন - ৪৪,৯০০/- টাকা

 

আরও পড়ুনঃ Job News: বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ

 

২) আর্ট মাস্টার
শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট পাশ সহ চার বছরের ডিপ্লোমা অথবা পেন্টিং/স্কেচিং এ স্পেশালাইজড সহ ফাইন আর্টস বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ৩৫,০০০/- টাকা

৩) মিউজিক টিচার
শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ২৮,০০০/- টাকা

৪) লাইব্রেরিয়ান
শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা এবং ইংরেজি ভাষাতে কথা বলার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ৩৫,০০০/- টাকা

 

আরও পড়ুনঃ এক নজরে ব্রামিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য

 

৫) ল্যাব অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি

যোগ্যতা - বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ২০,০০০/- টাকা

৬) PTI কাম মেট্রন
শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা

৭) অফিস সুপারিটেনডেন্ট
শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫/৭ বছরের অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষাতে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ২৮,০০০/- টাকা

নির্বাচন পদ্ধতি

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।

নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা, প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট, প্র্যাক্টিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

 

আরও পড়ুনঃ বাঁকুড়ায় রেলকর্মীর তৎপরতায় প্রাণে বাঁচলেন মা ও ছেলে, দেখুন ভিডিও

নির্দিষ্ট কিছু পোস্টের ক্ষেত্রে ১১ মাসের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে।

ঝাঁসি অঞ্চলে এই নিয়োগ করা হবে। (Sainik School jhansi Recruitment)

আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ আগস্ট, ২০২২ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ ডাকের মাধ্যমে পাঠাতে হবে বিদ্যালয়ের ঠিকানায়।
ঠিকানা - Sainik School Jhansi, Shankargarh, Bhagwantapura, Jhansi - 284127

আবেদন মূল্য ৫০০/- টাকা।

 

আরও পড়ুনঃ সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

তবে এসসি/এসটি এর ক্ষেত্রে আবেদন মূল্য ২৫০/- টাকা।

টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় ' in favour of Principal, Sainik School Jhansi, payable at SBI Bundelkhand Univ Jhansi (Uttar Pradesh) '। [Branch code - 03808]

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.sainikschooljhansi.com

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ