ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেডে (Central Electronics Limited) বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 108/Pers/1/2022।

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ আগস্ট, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) সিনিয়র ম্যানেজার HR 
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট বিষয় সহ কমপক্ষে ৫৫% নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৪২ বছরের মধ্যে।
বেতনক্রম - ৭০,০০০/- টাকা - ২,০০,০০০/- টাকা

 

২) টেকনিক্যাল ম্যানেজার/ অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ম্যানেজার (সিভিল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩৮ বছর/৩৫  বছরের মধ্যে।
বেতনক্রম - ৬০,০০০/- টাকা - ১,৮০,০০০/- টাকা অথবা 

 

৩) পারচেস অফিসার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ যে কোন শাখাতে গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

৪) অফিসার (HRMS & ERP)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি/এমসিএ তে কমপক্ষে ৫৫% নম্বর সহ বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

আরও পড়ুনঃ কয়েক হাজার শূন্যপদে মোট ১০ টি সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ

 

৫) পার্সোনেল অফিসার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী /ডিপ্লোমা/এমবিএ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

৬) অ্যাকাউন্টস অফিসার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

৭) ডেপুটি ইঞ্জিনিয়ার (সেরামিক)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

৮) ডেপুটি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

৯) সিনিয়র ম্যানেজার/ম্যানেজার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ গ্র্যাজুয়েট ও এমবিএ ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

আরও পড়ুনঃ সরকারি স্টাডি সেন্টারে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ

 

১০) টেকনিক্যাল ম্যানেজার (প্রোডাকশন)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সেরামিক / মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬০,০০০/- টাকা - ১,৮০,০০০/- টাকা

 

১১) অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ম্যানেজার (টেকনিক্যাল আর্কিটেক্ট)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

 

১২) ডেপুটি ইঞ্জিনিয়ার (স্মার্ট সলিউশনস)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

১৩) ডেপুটি ইঞ্জিনিয়ার (সেরামিক)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

১৪) ডেপুটি ইঞ্জিনিয়ার (R & D)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

আরও পড়ুনঃ জল দান, জীবন দান ; সঙ্গে বিশ্বস্ততার প্রতিদান - ভাইরাল ভিডিও

 

১৫) ডেপুটি ইঞ্জিনিয়ার (প্রোডাকশন)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

১৬) ডেপুটি ইঞ্জিনিয়ার (QC)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

১৭) ডেপুটি ইঞ্জিনিয়ার (R & D)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক/এম.ই/এম.টেক ডিগ্রী এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

১৮) ডেপুটি ইঞ্জিনিয়ার (ফিল্ড সাপোর্ট গ্রুপ)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

আরও পড়ুনঃ LIC তে ম্যানেজার নিয়োগ

 

১৯) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (PR)/পাবলিক রিলেশন অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী এবং কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

২০) অফিসার (ল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

২১) সিকিউরিটি অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

২২) ম্যানেজার (HR)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ গ্র্যাজুয়েট পাশ ও সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং কমপক্ষে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৩৮ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৬০,০০০/- টাকা

 

২৩) ম্যানেজমেন্ট ট্রেনি (HR)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রীর পাশাপাশি কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
পারিশ্রমিক - প্রথম বছর ২৮,০০০/- টাকা এবং দ্বিতীয় বছর ৩০,০০০/- টাকা

 

আরও পড়ুনঃ পর্যটকদের জন্য সুবর্ন সুযোগ, এবার বিনামূল্যে স্মৃতিসৌধ দর্শন

 

২৪) হিন্দি অফিসার/ রাজভাষা আধিকারিক
শূন্যপদ - ১টি
যোগ্যতা - হিন্দি ভাষাতে মাস্টার্স ডিগ্রী সহ গ্র্যাজুয়েশন লেভেলে হিন্দি/ইংরেজি ভাষা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ৬৩ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৪০,০০০/- টাকা

 

২৫) ইঞ্জিনিয়ার ট্রেনি
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
পারিশ্রমিক - প্রথম বছর ২৮,০০০/- টাকা এবং দ্বিতীয় বছর ৩০,০০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

প্রবেশন পিরিয়ড - ১ বছর


নির্বাচন পদ্ধতি

আবেদন পত্রে দেওয়া যোগ্যতা ও ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

কিছু নির্দিষ্ট পোস্টের ক্ষেত্রে অস্থায়ী হিসেবে ২ বছরের চুক্তির মেয়াদে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ আগস্ট, ২০২২ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে CEL এর অফিসিয়াল ওয়েবসাইট www.celindia.co.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' General Manager (HR), Central Electronics Limited, Site - 4, Industrial Area, Shahibabad Distt, Ghaziabad (UP) - 201010 '। 

আবেদন মূল্য ৫০০/- টাকা।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না। টাকা জমা করতে হবে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CEL এর অফিসিয়াল ওয়েবসাইট www.celindia.co.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ