ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে মোট ৬৯৬ জন কর্মীকে অফিসার পদে নিয়োগ করা হবে।

ছেলেমেয়ে উভয়েই আবেদনের যোগ্য। 

আবেদন করতে হবে অনলাইনে ১০ মে, ২০২২ এর মধ্যে।

আরও পড়ুন-

সবার আগে চাকরির খবরের আপডেট পেতে নিয়মিত ফলো করুন স্কিল বেঙ্গল এর - ফেসবুক পেজ  এবং আমাদের ওয়েবসাইট 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

(রেগুলার পোস্ট)

১) ইকোনমিস্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৮,১৭০/- টাকা - ৬৯,৬১০/- টাকা

২) স্ট্যাটিসটিশিয়ান
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৮,১৭০/- টাকা - ৬৯,৬১০/- টাকা

৩) রিস্ক ম্যানেজার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬৩,৮৪০/- টাকা - ৭৮,২৩০/- টাকা

৪) ক্রেডিট অ্যানালিস্ট
শূন্যপদ - ৫৩টি
যোগ্যতা - ফাইন্যান্স বিষয়ে এমবিএ/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/সিএ/আই সি ডব্লিউ এ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৩০ বছর থেকে ৩৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ৭৬,০১০/- টাকা - ৮৯,৮৯০/- টাকা

৫) ক্রেডিট অফিসার
শূন্যপদ - ৪৮৪টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী এবং ব্যাঙ্কিং ও ফাইন্যান্স/ফাইন্যান্স বিষয়ে স্পেশালাইজড অথবা সিএ/আই সি ডব্লিউ এ/সি এস সার্টিফাইড হতে হবে।
বয়স -  বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৬,০০০/- টাকা - ৬৩,৮৪০/- টাকা

৬) টেক অ্যাপ্রাইসাল
শূন্যপদ - ৯টি
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী অথবা ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রীর পাশাপাশি সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।অথবা ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রীর পাশাপাশি সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৮,১৭০/- টাকা - ৬৯,৬১০/- টাকা

৭) আই টি অফিসার ডেটা সেন্টার
শূন্যপদ - ৪২টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর এমসিএ/এম.এসসি (আই টি) ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স -  বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৬,০০০/- টাকা - ৬৩,৮৪০/- টাকা

(কনট্র্যাকচুয়াল)

৮) ম্যানেজমেন্ট আই টি
শূন্যপদ - ২১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী অথবা এম বি এ/ এম সি এ/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত।
বেতন - ১,৭৫,০০০/- টাকা

৯) সিনিয়র ম্যানেজার আই টি
শূন্যপদ - ২৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী অথবা এম বি এ/ এম সি এ/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতন - ২,১৮,০০০/- টাকা

১০) ম্যানেজার আই টি ডেটা সেন্টার
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর এমসিএ/এম.এসসি (আই টি) ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ১,৭৫,০০০/- টাকা

১১) সিনিয়র ম্যানেজার আই টি (ডেটা সেন্টার)
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর এমসিএ/এম.এসসি (আই টি) ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতন - ২,১৮,০০০/- টাকা

১২) সিনিয়র ম্যানেজার নেটওয়ার্ক সিকিউরিটি
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর এমসিএ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতন - ২,১৮,০০০/- টাকা

১৩) সিনিয়র ম্যানেজার (নেটওয়ার্ক রাউটিং অ্যান্ড সুইচিং স্পেশালিস্ট)
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর এমসিএ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতন - ২,১৮,০০০/- টাকা

১৪) ম্যানেজার (এন্ড পয়েন্ট সিকিউরিটি)
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর এমসিএ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতন - ১,৭৫,০০০/- টাকা

১৫) ম্যানেজার (ডেটা সেন্টার)
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর এমসিএ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
 বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ১,৭৫,০০০/- টাকা

১৬) ম্যানেজার ডেটা সেন্টার (অ্যাডমিনিস্ট্রেটর উইন্ডোজ)
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর এমসিএ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ১,৭৫,০০০/- টাকা

১৭) ম্যানেজার ডেটা সেন্টার (স্টোরেজ অ্যান্ড ব্যাক আপ টেকনোলজিস)
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর এমসিএ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ১,৭৫,০০০/- টাকা

১৮) ম্যানেজার ডেটা সেন্টার (নেটওয়ার্ক ভার্চুয়ালাইসেশন)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর এমসিএ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ১,৭৫,০০০/- টাকা

১৯) ম্যানেজার (ডেটাবেস এক্সপার্ট)
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর এমসিএ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ১,৭৫,০০০/- টাকা

২০) ম্যানেজার (টেকনোলজি আর্কিটেক্ট)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - বি.ই/বি.টেক/ এমসিএ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ১,৭৫,০০০/- টাকা

২১) ম্যানেজার (অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - বি.ই/বি.টেক/ এমসিএ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ১,৭৫,০০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।


নির্বাচন পদ্ধতি

অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ এখনও প্রকাশিত হয়নি।

তবে পরীক্ষার প্রশ্নপত্র হিন্দি এবং ইংরেজি ভাষাতে হবে।

নেগেটিভ মার্কিং আছে।

কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা আছে।

কনট্র্যাকচুয়াল পোস্টগুলোর ক্ষেত্রে ৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে।

কাজের মানের উপর ভিত্তি করে পরবর্তীকালে ২ বছরের মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.bankofindia.co.in এর মাধ্যমে ১০ মে, ২০২২ এর মধ্যে।

ইন্টিমেশন চার্জ বাবদ আবেদন মূল্য ৮৫০/- টাকা।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ইন্টিমেশন চার্জ বাবদ কেবল ১৭৫/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

একজন আবেদনকারী কেবল মাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.bankofindia.co.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ