ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : AIIMS কল্যাণীতে মাল্টি টাস্কিং স্টাফ, ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। 

উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। শুরুতেই বেতন ২০,০০০/- টাকা।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১২ মে, ২০২২ এর মধ্যে।

চাকরি ও স্কিল সংক্রান্ত প্রতিটি খবরের সঠিক তথ্য সবার আগে পেতে লাইক ও ফলো করুন স্কিল বেঙ্গল এর -   ফেসবুক পেজ    এবং  স্কিল বেঙ্গল এর - ইউটিউব চ্যানেল ।

আরও পড়ুন- 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) মাল্টি টাস্কিং স্টাফ
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ 
বেতন - ১৮,০০০/- টাকা

২) ডেটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বেতন - ২০,০০০/- টাকা

৩) ল্যাবরেটরি টেকনিশিয়ান
শূন্যপদ - ২টি
যোগ্যতা - এম.এসসি এমএলটি/বি.এসসি এমএলটি/ডিএমএলটি এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা, মাইক্রোবায়োলজি/বায়োটেকনোলজিতে এম.এসসি ডিগ্রী থাকতে হবে এবং মলিকিউলার ডায়গোনস্টিকস এ ট্রেনিং প্রাপ্ত হতে হবে।
বেতন - ২৪,০০০/- টাকা

৪) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাইক্রোবায়োলজি/ভাইরোলজি/জেনেটিক্স/মলিকিউলার বায়োলজি/বায়োটেকনোলজি তে এম.এসসি/এম.এসসি এমএলটি ডিগ্রীর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা অথবা বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.টেক ডিগ্রীর পাশাপাশি এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - ৩৫,০০০/- টাকা

৫) রিসার্চ সায়েন্টিস্ট বি (নন - মেডিক্যাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রী অথবা পি এইচ ডি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বেতন - ৬৪,০০০/- টাকা

৬) রিসার্চ সায়েন্টিস্ট বি (মেডিক্যাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - এমসিআই দ্বারা স্বীকৃত রেজিস্টার্ড সহ এমবিবিএস ডিগ্রী এবং ডিসিআই/ভিসিআই দ্বারা স্বীকৃত রেজিস্টার্ড সহ বিডিএস (ডেন্সিট্রি)/বি.ভি.এসসি (ভেটারিনারি সায়েন্স) ডিগ্রীর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বিডিএস (ডেন্সিট্রি)/বি.ভি.এসসি (ভেটারিনারি সায়েন্স) ডিগ্রীর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন - ৬৪,০০০/- টাকা

প্রতিটি পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি


 বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার সম্ভাব্য তারিখ ১৯ মে, ২০২২ এ সকাল ১০টা থেকে।

ঠিকানা - Department of Microbiology, 4th floor, Medical College Block (Academic block - 1), AIIMS Kalyani।

ইন্টারভিউ দিতে যাওয়ার সময় অরিজিনাল ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে।

মেয়াদ ভিত্তিক চুক্তি অনুযায়ী অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে।

কাজের মানের উপর ভিত্তি করে পরবর্তীকালে মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

আবেদন পদ্ধতি


আবেদন করার জন্য সিভি সহ প্রয়োজনীয় তথ্যাদি সেলফ অ্যাটেস্টেড করে পিডিএফ ফরম্যাটে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে  ১২ মে, ২০২২ এর মধ্যে।

যে মেল আইডিতে মেল করতে হবে সেটি হল - vrdlaiimskalyani@gmail.com

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AIIMS কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইট https://aiimskalyani.edu.in

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ