ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : বিভিন্ন ট্রেডে প্রায় ১৫০১ জন কর্মী নিয়োগ করবে মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড। বিজ্ঞপ্তি নম্বর - MDL/HR-REC-NE/94/2022। আবেদন করতে হবে অনলাইনে ৮ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Here

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


স্কিলড - I (ID - V)


১) এসি রেফ্রিজারেশন মেকানিক
শূন্যপদ - ১৮টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

আরও পড়ুন ঃ কলকাতা মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ

২) কম্প্রেসার অ্যাটেনডেন্ট
শূন্যপদ - ২৮টি
যোগ্যতা - মিলরাইট মেকানিক বা মেকানিক মেশিন টুল মেইনটেনেন্স এ NAC পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

আরও পড়ুন ঃ কলেজে ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগ

৩) ব্রাস ফিনিশার
শূন্যপদ - ২০টি
যোগ্যতা - যে কোন ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

৪) কারপেন্টার
শূন্যপদ - ৫০টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

৫) চিপার গ্রিন্ডার
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - যে কোন ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

আরও পড়ুন ঃ এই ১৪ টি সরকারি চাকরিতে এখন ও আবেদনের সুযোগ রয়েছে

৬) কম্পোসাইট ওয়েলডার
শূন্যপদ - ১৮৩টি
যোগ্যতা -  ওয়েলডার/ওয়েলডার (G&E)/TIG & MIG ওয়েলডার/স্ট্রাকচারাল ওয়েলডার/ওয়েলডার (পাইপ অ্যান্ড পেপার ভেসেল)/অ্যাডভান্স ওয়েলডার/গ্যাস কাটার - এর মধ্যে যে কোন একটি ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

৭) ডিজেল ক্রেন অপারেটর
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - ' ডিজেল মেকানিক ' ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ সহ ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

৮) ডিজেল কাম মোটর মেকানিক
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - ডিজেল মেকানিক/মোটর ভেহিকেল মেকানিক/মেকানিক ডিজেল/মেকানিক (মেরিন ডিজেল) - এর মধ্যে যে কোন একটি ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

৯) ইলেকট্রিক ক্রেন অপারেটর
শূন্যপদ - ১১টি
যোগ্যতা - ইলেকট্রিশিয়ান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

১০) ইলেকট্রিশিয়ান
শূন্যপদ - ৫৮টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

১১) ইলেকট্রনিক মেকানিক
শূন্যপদ - ১০০টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

১২) ফিটার
শূন্যপদ - ৮৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

১৩) গ্যাস কাটার
শূন্যপদ - ৯২টি
যোগ্যতা - স্ট্রাকচারাল ফিটার/ফ্যাব্রিকেটর/কম্পোসাইট ওয়েলডার - এর মধ্যে যে কোন একটি ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

১৪) মেসিনিস্ট
শূন্যপদ - ১৪টি
যোগ্যতা - মেসিনিস্ট/মেসিনিস্ট (গ্রীনডার) - এর মধ্যে যে কোন একটি ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা


১৫) মিলরাইট মেকানিক
শূন্যপদ - ২৭টি
যোগ্যতা - মিলরাইট মেকানিক/ মেকানিক মেশিন টুল মেইনটেনেন্স - এর মধ্যে যে কোন একটি ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

১৬) পেইন্টার
শূন্যপদ - ৪৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

১৭) পাইপ ফিটার
শূন্যপদ - ৬৯টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

১৮) স্ট্রাকচারাল ফাব্রিকেটর
শূন্যপদ - ৩৪৪টি
যোগ্যতা - স্ট্রাকচারাল ফিটার/ফাব্রিকেটর - - এর মধ্যে যে কোন একটি ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

১৯) ইউটিলিটি হ্যান্ড (স্কিলড)
শূন্যপদ - ২টি
যোগ্যতা -  ফিটার ট্রেড বা অন্য যে কোন ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

২০) জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর (মেকানিকাল)
শূন্যপদ - ৪৫টি
যোগ্যতা - মেকানিকাল/শিপ বিল্ডিং/মেরিন ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ফুল টাইম  ডিপ্লোমা থাকতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

২১) জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স)
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ মেরিন ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ফুল টাইম ডিপ্লোমা বা ডিগ্রী থাকতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

২২) জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর (NDT)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - মেকানিকাল/মেরিন ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ফুল টাইম ডিপ্লোমা এবং রেডিওগ্রাফি ইন্টারপ্রিটেশন, আল্ট্রাসনিক টেস্টিং প্রভৃতির জন্য ISNT/ASNT লেভেল - II সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

২৩) জুনিয়র ড্রটসম্যান (মেকানিকাল)
শূন্যপদ - ৪২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে (মেকানিকাল শাখাতে) ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এক্সামিনেশনে পাশ হতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

২৪) প্ল্যানার এস্টিমেটর (মেকানিকাল)
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - মেকানিকাল/শিপ বিল্ডিং/মেরিন ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ফুল টাইম  ডিপ্লোমা/ডিগ্রী থাকতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

২৫) প্ল্যানার এস্টিমেটর (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ মেরিন ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ফুল টাইম ডিপ্লোমা বা ডিগ্রী থাকতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা

২৬) স্টোর কিপার
শূন্যপদ - ৪৩টি
যোগ্যতা - মেকানিকাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স শিপবিল্ডিং অ্যান্ড টেলিকমিউনিকেশন/ইনস্ট্রুমেন্টেশন/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং - এর মধ্যে যে কোন একটি বিষয়ে তিন বছরের ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও মেটেরিয়াল ম্যানেজমেন্ট এবং কম্পিউটারে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৬৪,৩৬০/- টাকা


সেমি স্কিলড - I (ID - II)


২৭)  সেল মেকার
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - কাটিং ও টেইলরিং/কাটিং ও সিউইং - যে কোন একটি ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বেতনক্রম - ১৩,২০০/- টাকা - ৪৯,৯১০/- টাকা 

২৮) ইউটিলিটি হ্যান্ড (সেমি স্কিলড)
শূন্যপদ - ১০০টি
যোগ্যতা - যে কোন ট্রেডে NAC পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ১৩,২০০/- টাকা - ৪৯,৯১০/- টাকা 

২৯) ফায়ার ফাইটার
শূন্যপদ - ৪৫টি
যোগ্যতা - ফায়ার ফাইটিং এ কমপক্ষে ছয় মাসের ডিপ্লোমা/সার্টিফিকেট এবং হেভি ডিউটি ভেহিকেল এর লাইসেন্স থাকতে হবে।
বেতনক্রম - ১৩,২০০/- টাকা - ৪৯,৯১০/- টাকা 

৩০) সেফটি
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - মেকানিকাল/ইলেকট্রিক্যাল/সিভিল/প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে।
এছাড়াও সেন্ট্রাল লেবার ইনস্টিটিউট/ন্যাশনাল সেফটি কাউন্সিল থেকে স্বীকৃত প্রাপ্ত ADIS/সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এ সার্টিফিকেট কোর্স/HSE ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতনক্রম - ১৩,২০০/- টাকা - ৪৯,৯১০/- টাকা 

৩১) সিকিউরিটি সিপোয়
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - এস এস সি বা সমতুল্য/আর্মি ক্লাস - I/নেভি/এয়ার ফোর্সের পরীক্ষায় পাশ এবং আর্মড ফোর্সে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ১৩,২০০/- টাকা - ৪৯,৯১০/- টাকা 


সেমি স্কিলড - III (ID - VIA)
৩২) লঞ্চ ডেক ক্রিউ
শূন্যপদ - ২৪টি
যোগ্যতা - এস এস সি বা সমতুল্য পরীক্ষায় পাশ এবং GP রেটিং কোর্স সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা ও GP রেটিং না থাকলে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাঁতার জানা বাধ্যতামূলক।
বেতনক্রম - ১৬,০০০/- টাকা - ৬০,৫২০টাকা

স্পেশাল গ্রেড (ID - VIII)
৩৩) লঞ্চ ইঞ্জিন ক্রিউ /মাস্টার II ক্লাস
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মহারাষ্ট্র মারিটাইম বোর্ড/মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট দ্বারা স্বীকৃত প্রাপ্ত কম্পেটেন্সি সার্টিফিকেট (সেকেন্ড ক্লাস মাস্টার) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাঁতার জানা বাধ্যতামূলক।
বেতনক্রম - ২১,০০০/- টাকা - ৭৯,৩৮০/- টাকা

ক্রমিক ৩১ নং পোস্ট ছাড়া অন্য বাকি সব পোস্টগুলোর ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সেটি কর্মস্থলের পার্সোনেল ডিপার্টমেন্ট দ্বারা সার্টিফাইড হতে হবে।
শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে কন্ট্রাক্টর এর মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে তারা আবেদন করতে পারবেন না।

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৮ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর, ওবিসি (NCL) এর ক্ষেত্রে ৩ বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে। এছাড়াও নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

তিন বছরের চুক্তিভিত্তিক মেয়াদে এই নিয়োগ করা হবে। পরবর্তীকালে কাজের প্রয়োজনে মেয়াদ ১ বছর + ১ বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

নির্বাচন পদ্ধতি


অনলাইনে লিখিত পরীক্ষা (৩০ নম্বর), কাজের অভিজ্ঞতা (২০ নম্বর) ও ট্রেড টেস্ট/স্কিল টেস্টের (৫০ নম্বর) মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষা এবং কাজের অভিজ্ঞতার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে পাশ করলে তবেই ট্রেড টেস্ট/স্কিল টেস্ট দিতে পারা যাবে।
এছাড়াও যে সকল প্রার্থীদের ট্রেড টেস্টের জন্য শর্ট সিলেক্টেড করা হবে তাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে।

অনলাইনে লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৫ মার্চ, ২০২২।

কেবল ক্রমিক ৩১ নং পোস্টের (সিকিউরিটি সিপোয়) ক্ষেত্রেই অনলাইনে লিখিত পরীক্ষা ৫০ নম্বরে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে MDL এর অফিসিয়াল ওয়েবসাইট - https://mazagondock.in  এ ৮ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে।
অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না। আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট/নেট ব্যাঙ্কিং/BHIM ইত্যাদির মাধ্যমে।
টাকা জমা করার পর ' ই - রিসিট ' কপি, আবেদনপত্রের প্রিন্ট আউট অবশ্যই বার করে নিতে হবে। পরবর্তীকালে নির্বাচন পদ্ধতির সময় তা জমা করতে হতে পারে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন - MDL এর অফিসিয়াল ওয়েবসাইট - https://mazagondock.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ