ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : গ্রুপ ডি  পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র ইন্টারভিউ এবং গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কলেজে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ করা হবে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে।  বিজ্ঞপ্তি নম্বর - 01/2022।

গ্রুপ ডি এর পোস্টগুলির জন্য সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে ১০ মার্চ, ২০২২ তারিখ সকাল ১০ টায়। সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে উপস্থিত হতে হবে। পূরণ করা আবেদনপত্র এবং যোগ্যতার ডকুমেন্ট এর মূল কপি এবং সেলফ অ্যাটেসটেড করা জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে। ইন্টারভিউ হবে ২০ নম্বরের। 


গ্রুপ - সি এর পোস্টের জন্য আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১১ মার্চ, ২০২২ (বিকেল ৪টে) এর মধ্যে। গ্রুপ সি এর পোস্টগুলির জন্য ১৫০ নম্বরের লিখিত পরীক্ষা, ৫০ নম্বরের কম্পিউটার অ্যাপ্লিকেশান টেস্ট এবং ২০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষায় থাকবে এই সকল বিষয় - গণিত, ইংরেজি এবং মানসিক দক্ষতা।

 

যোগ্যতা সাপেক্ষে একাধিক পোস্টে আবেদন করা যাবে। সেক্ষেত্রে প্রতিটি পোস্টের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। প্রসেসিং ফি (জেনারেল ক্যাটেগরি ১৫০ টাকা, অন্যান্য দের ৫০ টাকা ) রিপোর্টিং এর সময় নগদে জমা করতে হবে।

আবেদনপত্র - Download Here

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য 


১) এল.ডি ক্লার্ক (গ্রুপ - সি)
শূন্যপদ - ৩টি (UR(EC) - 1, ST - 1, SC 1)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং কম্পিউটারের MS - Office এ দক্ষতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে চুক্তি ভিত্তিক বা অস্থায়ী হিসেবে দুই বছর বা তার অধিক কাজের অভিজ্ঞতা থাকলে ভালো।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২২,৭০০/- টাকা - ৫৮,৫০০/- টাকা

২) ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (গ্রুপ - ডি)
(ভূগোল, জুওলজি)
শূন্যপদ - ২টি (SC[EC] - 1, SC -1)

৩) পিয়ন (গ্রুপ - ডি)
শূন্যপদ - ২টি (UR - 1, SC - 1)

৪) লাইব্রেরী পিয়ন (গ্রুপ - ডি)
শূন্যপদ - ১টি (SC)

৫) লেডি অ্যাটেনডেন্ট (গ্রুপ - ডি)
শূন্যপদ - ১টি (UR)

৬) কর্মবন্ধু (পার্ট টাইম) (গ্রুপ - ডি)
শূন্যপদ - ২টি (UR)

গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে (২ নম্বর থেকে ৫ নম্বর)  বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৪৩,৬০০/- টাকা
কর্মবন্ধু (পার্ট টাইম) পোস্টটির মাসিক পারিশ্রমিক ৩,০০০/- টাকা।

গ্রুপ - ডি পোস্টগুলির যোগ্যতা - কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ। কম্পিউটারের MS - Office এ কাজ জানা থাকলে অতিরিক্ত ৫ নম্বর পাবেন। বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
তবে এসসি/এসটি/ এক্স - সার্ভিসম্যান এর ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে।

 

আবেদন পদ্ধতি

 

গ্রুপ - সি এর পোস্টের জন্য মহাবিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.tmv.ac.in  থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। এই প্রতিবেদনের শুরুর দিকে আবেদনপত্রের লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকেও আপনারা সরাসরি আবেদনপত্র পেয়ে যাবেন। 

পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় তথ্যাদি সহ তা খামে পুরে যে পোস্টের জন্য আবেদন করা হবে তার নাম লিখে রেজিস্টার্ড / স্পীড পোস্ট এর মাধ্যমে ১১ মার্চ, ২০২২ এর মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায় -  ' To The Principal, Tamralipta Mahavidyalaya, Abasbari, Tamluk, Purba Medinipur, Pin- 721636'।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন মহাবিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.tmv.ac.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ