ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ম্যানেজার পোস্টে মোট ১৪৫ জন কর্মী নিয়োগ করা হবে। ছেলেমেয়ে উভয়েই আবেদনের যোগ্য। 

আরও পড়ুন - কর্মী নিয়োগ করছে ইন্টেলিজেন্স ব্যুরো


আবেদন করতে হবে অনলাইনে ৭ মে, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) ম্যানেজার (রিস্ক)

শূন্যপদ - ৪০টি

যোগ্যতা - সিএ/সিএফএ ডিগ্রী অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রী বা ফাইন্যান্স বিষয়ে এমবিএ/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী বা ফাইন্যান্স অ্যান্ড কন্ট্রোল বিষয়ে মাস্টার্স ডিগ্রী/ ব্যাঙ্কিং ও ফিনান্সিয়াল সার্ভিসে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা,

কমপক্ষে ৬০% নম্বর সহ গণিত/স্ট্যাটিসটিক্স/ইকোনমিকস এ মাস্টার্স ডিগ্রী বা  ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট এ সার্টিফিকেট  বা প্রফেশনাল রিস্ক ম্যানেজমেন্ট এ সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন - এবার বাড়িতে বসেই শিখে নেওয়া যাবে সংবাদ রচনার কারিকুরি

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৪৮,১৭০/- টাকা - ৬৯,৮১০/- টাকা

২) ম্যানেজার (ক্রেডিট)

শূন্যপদ - ১০০টি

যোগ্যতা - সিএ/সিএফএ ডিগ্রী অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রী বা ফাইন্যান্স বিষয়ে এমবিএ/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৮,১৭০/- টাকা - ৬৯,৮১০/- টাকা

আরও পড়ুন - সিনেমায় আগ্রহী, এই কোর্সটি তাহলে আপনার জন্যই

৩) সিনিয়র ম্যানেজার

শূন্যপদ - ৫টি

যোগ্যতা - সিএ/সিএফএ ডিগ্রী অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রী বা ফাইন্যান্স বিষয়ে এমবিএ/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৫ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।

বেতনক্রম - ৬৩,৮৪০/- টাকা - ৭৮,২৩০/- টাকা

আরও পড়ুন -  কয়েক হাজার শূন্যপদে মোট ১৩ টি সরকারি দপ্তরে কর্মী নিয়োগ

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই নির্দিষ্ট ক্যাটাগরি গুলির জন্য বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি 


অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

অনলাইনে লিখিত পরীক্ষার দুটি ধাপ আছে। পার্ট ১ পেপার ১২০ নম্বরের পরীক্ষা যার মোট সময়সীমা ১ঘণ্টা ১৫ মিনিট।

পার্ট ২ পেপার ১০০ নম্বরের পরীক্ষা যার মোট সময়সীমা ৪৫মিনিট। প্রতি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক হিসেবে ১/৪ অংশ নম্বর কাটা যাবে।

লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্ট সিলেক্টেড প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে প্রফেশনাল নলেজ টেস্টও নেওয়া হবে।

লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ১২ জুন, ২০২২।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসানসোল, গ্রেটার কলকাতা, দূর্গাপুর, কল্যাণী ও শিলিগুড়িতে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

নির্বাচিত প্রার্থীদের ক্রমিক ৩ নং পোস্টের ক্ষেত্রে চুক্তি অনুযায়ী ৫ বছর এবং ক্রমিক ১ ও ২ নং পোস্টের ক্ষেত্রে ৩ বছর উল্লেখিত পোস্টে কর্মী হিসেবে কাজ করা বাধ্যতামূলক।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in  এর মাধ্যমে ৭ মে, ২০২২ এর মধ্যে।

ইন্টিমেশন চার্জ বাবদ আবেদন মূল্য ৮৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল ইন্টিমেশন চার্জ বাবদ ৫০/- টাকা জমা দিতে লাগবে।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/মোবাইল ওয়ালেট এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ