ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : জেলা আদালতে পিয়ন, প্রসেস সার্ভার,  ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 02 Dated Suri,the27th Day of April, 2022।

কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন।  

আরও পড়ুন -  উচ্চমাধ্যমিক হলেই সরকারি ইন্সটিটিউটে চাকরি, সুযোগ মাত্র ২ দিন

আবেদন করতে হবে অনলাইনে ১২ মে, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) পিয়ন/ নাইট গার্ড

শূন্যপদ - ৪৯টি

যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ ।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৪৩,৬০০/- টাকা

 

আরও পড়ুন -  পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ

২) প্রসেস সার্ভার (সমন বেলিফ)

শূন্যপদ - ৮টি

যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ  এবং কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২১,০০০/- টাকা - ৫৪,০০০/- টাকা

 

আরও পড়ুন - হিন্দুস্থান পেট্রোলিয়াম এ কর্মী নিয়োগ


৩) লোয়ার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ - ২৮টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ  এবং কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার সম্পর্কিত জ্ঞান ও টাইপিং এ দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২২,৭০০/- টাকা - ৫৮,৫০০/- টাকা

 

আরও পড়ুন - কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ


৪) ইংরেজি স্টেনোগ্রাফার

শূন্যপদ - ৫টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ পাশাপাশি শর্টহ্যান্ড এ প্রতি মিনিটে ৮০টি এবং প্রতি মিনিটে ৩০টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

এছাড়াও কম্পিউটারে দক্ষতা ও কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩২,১০০/- টাকা - ৮২,৯০০/- টাকা

 

আরও পড়ুন -  যোগ্যতা সাপেক্ষে চাকরি পাওয়ার সুযোগ

৫) বাংলা ট্রান্সলেটর

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - অনার্স সহ গ্র্যাজুয়েট পাশ (ইংরেজি/বাংলা বিষয়ে হলে ভালো) হতে হবে এবং ইংরেজি থেকে বাংলা ভাষায় ও বাংলা থেকে ইংরেজি ভাষাতে অনুবাদ করার দক্ষতা থাকতে হবে।

পাশাপাশি কম্পিউটার ও কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৮,৯০০/- টাকা  - ৭৪,৫০০/- টাকা

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

official notice - Download Now


নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

কেবল স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে।

লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের মাধ্যম ইংরেজি। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।

তবে স্টেনোগ্রাফার পোস্টের লিখিত পরীক্ষার নেগেটিভ মার্ক পরবর্তীকালে জানানো হবে।

পরীক্ষার তারিখ পরবর্তীকালে ওয়েবসাইটে প্রকাশিত করা হবে।

পরীক্ষার সিলেবাস, নম্বর, ধরণ, সময়সীমা, অ্যাডমিট কার্ড প্রভৃতি বিস্তারিত তথ্য জানতে দেখুন আদালতের অফিসিয়াল ওয়েবসাইট drcbirbhum2022.in  ।

নির্বাচিত প্রার্থীদের বীরভূম জেলা আদালতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে আদালতের অফিসিয়াল ওয়েবসাইট drcbirbhum2022.in এর মাধ্যমে ১২ মে, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ভিন্ন পোস্টের ক্ষেত্রে ভিন্ন।

পিয়ন পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৫০০/- টাকা। এসসি/এসটির ক্ষেত্রে ৩৫০/- টাকা এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ৩০০/- টাকা।
প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৬০০/- টাকা। এসসি/এসটির ক্ষেত্রে ৪০০/- টাকা এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ৩৬০/- টাকা।

লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৬০০/- টাকা। এসসি/এসটির ক্ষেত্রে ৪০০/- টাকা এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ৩৬০/- টাকা।

স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৮০০/- টাকা। এসসি/এসটির ক্ষেত্রে ৬০০/- টাকা এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৮০/- টাকা।

বাংলা ট্রান্সলেটর পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৭০০/- টাকা। এসসি/এসটির ক্ষেত্রে ৫০০/- টাকা এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪২০/- টাকা।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/UPI/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

একাধিক পোস্টে আবেদন করা যাবে না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন আদালতের অফিসিয়াল ওয়েবসাইট drcbirbhum2022.in  বা www.calcuttahighcourt.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ