ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্য সরকারের অন্তর্গত খাদ্য ও সরবরাহ দপ্তরে (West Bengal Food & Supplies Department Recruitment 2025) ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator Posts) পদে কর্মী নিয়োগ করা হবে। 

ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ২০ জুন, ২০২৫ তারিখের মধ্যে।


আরও পড়ুনঃ একনজরে কোথায় কি চাকরি


The Food and Supplies Department under the state government will recruit staff for the post of Data Entry Operator. Both boys and girls can apply. Applications must be made online by June 20, 2025.


উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-



পোস্টের নাম - ডেটা এন্ট্রি অপারেটর 

শূন্যপদ - ২৬টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ (Graduate Pass Govt. Job) সহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২৫ তারিখ অনুযায়ী ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ১৬,০০০/- টাকা



নির্বাচন পদ্ধতি



আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের টাইপ টেস্ট, এফিসিয়েন্সি টেস্ট ও ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন রাজ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in

কলকাতা সহ রাজ্যের ভিন্ন জেলায় এই নিয়োগ করা হবে।

১ বছরের চুক্তি ভিত্তিক মেয়াদে অস্থায়ী হিসেবে নিযুক্ত করা হবে।



আবেদন পদ্ধতি



আবেদন করতে হবে অনলাইনে রাজ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এর মাধ্যমে ২০ জুন, ২০২৫ তারিখের মধ্যে।


অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Dowanload Now


একজন আবেদনকারী কেবল একবারই আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন রাজ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in


Apply Now for the post of Data Entry Operator


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ