ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ অনেক পরীক্ষার্থীর কাছে বেশ কিছু জিনিস নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাই ফর্ম ফিল আপ করার আগে এই ১০ টি গুরুত্ব পূর্ণ পয়েন্ট  জেনে রাখলে আখেরে আপনারই লাভ ।

WBCS 2022 এর ফর্ম ফিল আপ শুরু ৩ মার্চ, ২০২২ থেকে। ফর্ম ফিল আপ করা যাবে ২৫ মার্চ, ২০২২ পর্যন্ত। 

১০ টি গুরুত্বপূর্ণ তথ্য

১) প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে মে মাস নাগাদ। যদি মে মাসে পরীক্ষা নেওয়া হয় তাহলে মে মাসের ১,৮,১৫,২২ বা ২৯ তারিখে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা প্রবল। 

আরও পড়ুন - WBCS পরীক্ষার সিলেবাস

২) এই বছরেই মেন পরীক্ষা নেওয়া হবে। সম্ভাব্য সময় নভেম্বর - ডিসেম্বর মাস। 

৩) অনেকেই ভাবেন একবার প্রিলি পরীক্ষায় পাশ করলে পরের বার আর প্রিলি পরীক্ষা দিতে হবে না, সরাসরি মেন দিলেই হবে। তা কিন্তু নয়। যে বছরের প্রিলি পরীক্ষায় পাশ করবেন, কেবলমাত্র সেই বছরের মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। অর্থাৎ চাকরি পেতে গেলে সংশ্লিষ্ট বছরের প্রিলি, মেন এবং ইন্টারভিউ সবগুলি পাশ করতে হবে।

৪) যোগ্যতা সাপেক্ষে একজন পরীক্ষার্থী ৪ টি গ্রুপের মধ্যে যে কোনও একটি বা একাধিক বা সবকটি গ্রুপেই আবেদন করতে পারবেন। একটি আবেদনপত্রেই গ্রুপ চয়েস উল্লেখ করে দিতে হবে। প্রতিটি গ্রপের জন্য আলাদা আলাদা আবেদন করবেন না।  

আরও পড়ুন - ফর্ম ফিলাপের অফিসিয়াল ওয়েবসাইট

৫) বাংলা ভাষায় কথা বলা, লেখা এবং পড়তে পারার দক্ষতা থাকতেই হবে। ব্যতিক্রম -  নেপালি মাতৃভাষা রয়েছে এমন পরীক্ষার্থী । 

৬) গ্রুপ বি যদি পছন্দ করেন সেক্ষেত্রে দেখে নিন আপনার উচ্চতা ঠিকঠাক আছে কিনা। ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে - ১.৬৫ মিটার। মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ১.৫০ মিটার।

আরও পড়ুন - WBCS পরীক্ষার ফি 

৭) মাধ্যমিকের সার্টিফিকেট এ থাকা বয়স ই কেবল গ্রাহ্য হবে । দেখে নিন কোন গ্রুপের জন্য কেমন বয়স থাকতে হবে- 

  • For Group A & C : 21- 36 (বয়স হতে হবে ২ জানুয়ারি, ১৯৮৬ থেকে ১ জানুয়ারি, ২০০১ এর মধ্যে )
  • For Group B: 20 - 36 (বয়স হতে হবে ২ জানুয়ারি, ১৯৮৬ থেকে ১ জানুয়ারি, ২০০২ এর মধ্যে )
  • For Group D: 21 - 39 (বয়স হতে হবে ২ জানুয়ারি, ১৯৮৩ থেকে ১ জানুয়ারি, ২০০১ এর মধ্যে )
  • যারা ১ জানুয়ারি, ২০০১ থেকে ১ জানুয়ারি ২০০২ এর মধ্যে জন্ম গ্রহণ করেছেন তারা কেবলমাত্র গ্রুপ B এর জন্য আবেদন করতে পারবেন। 
  • Upper Age relaxation- SC/ST-5 years, OBC -3 years PWD –upto 45 years

৮) ল্যাঙ্গুয়েজ পেপার ছাড়া সব পেপারের উত্তর বাংলা তে দেওয়া যাবে। তবে মনে রাখতে হবে  যে কোনও একটি পেপারের সবকটি উত্তর একটি ভাষাতেই দিতে হবে। একটি প্রশ্নের উত্তর বাংলায় আর একই পেপারের আর একটি প্রশ্নের উত্তর ইংরেজি বা অন্য ভাষায় দেওয়া যাবে না। 

আরও পড়ুন - WBCS এর স্যালারি

৯) পি এস সি যে কোনও একটি বিষয়ে / যে কোনও একটি পেপারে / সব পেপারে / মোট নম্বরের ক্ষেত্রে নির্দিষ্ট কাট অফ মার্কস রাখতে পারে। 

১০) প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। প্রিলি পরীক্ষার নাম্বার ফাইনাল মেধা তালিকায় যোগ হবে না। মেন পরীক্ষা এবং ইন্টারভিউ তে পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ