ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সারা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ এর জন্য নির্ণায়ক পরীক্ষা ইউ জি সি নেট ২০২৩ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হল।  

 

 ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA) এর সহযোগিতায় কম্পিউটার বেসড টেস্ট (CBT) মোডে এই পরীক্ষা সংগঠিত হবে। 

 ইউ জি সি নেট জুন ,২০২৩ এর জন্য আবেদন গ্রহনের কাজ শুরু হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে ৩১ মে, ২০২৩ এর মধ্যে। 

 

 

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য

 

 

যোগ্যতা - কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর (ও বি সি / এস সি / এস টি / প্রতিবন্ধী / তৃতীয় লিঙ্গ শ্রেণীর ক্ষেত্রে ৫০ %) সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।   ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরা ও আবেদনের যোগ্য। 

 

পোস্ট অনুযায়ী বয়সসীমা

 

১) জুনিয়র রিসার্চ ফেলোশিপ - বয়স হতে হবে ১ জুন, ২০২৩ অনুযায়ী  ৩০ বছরের মধ্যে।

তবে ও বি সি - এন সি এল/এস সি/ এস টি/ প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ/ মহিলাদের ক্ষেত্রে ৫ বছরের বয়সের ছাড় আছে। এছাড়াও রিসার্চে অভিজ্ঞ প্রার্থী ৫বছর, এল এল বি ডিগ্রী করা প্রার্থী ৩বছর এবং আর্মড ফোর্সেস বিষয়ে শিক্ষিত প্রার্থী ৫বছরের ছাড় পাবে।

২) অ্যাসিসট্যান্ট প্রফেসর - এই ক্ষেত্রে বয়সের কোনো উর্দ্ধ সীমা নেই।

 

 

পরীক্ষা পদ্ধতি

 

 

কম্পিউটার বেসড টেস্ট মোডে পরীক্ষা হবে ।  অবজেক্টিভ টাইপের ২ টি পেপারের প্রথম পেপারে ১০০ নম্বর (৫০ টি প্রশ্ন- reasoning ability, reading comprehension, divergent thinking and general awareness ) এবং দ্বিতীয় পেপারে ২০০ নম্বর (১০০ টি প্রশ্ন - সংশ্লিষ্ট বিষয় থেকে) থাকবে।  মোট সময় ৩ ঘণ্টা। 

মনে রাখতে হবে, যে সকল প্রার্থী অ্যাসিসট্যান্ট প্রফেসরশিপ এ মনোনীত হবে তারা জুনিয়র রিসার্চ ফেলোশিপ এ বিবেচিত হবে না।

 

পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময়সীমা ১৩ জুন, ২০২৩ থেকে ২২ জুন, ২০২৩ পর্যন্ত।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দার্জিলিং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, সিউড়ি তে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

 

পরীক্ষার সিলেবাস, ধরণ, অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রভৃতি বিস্তারিত জানতে দেখুন ইউ জি সি এর অফিসিয়াল ওয়েবসাইট  ugcnet.nta.nic.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে সংস্থার নির্ধারিত দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ৩১ মে, ২০২৩ তারিখ। ইউ জি সি এর অফিসিয়াল ওয়েবসাইট  হল - ugcnet.nta.nic.in এবং NTA এর অফিসিয়াল ওয়েবসাইট nta.ac.in

 

আবেদনের ফি ১১৫০/- টাকা। (ও বি সি - এন সি এল এবং জেনারেল ই ডোব ব্লিউ এস দের ক্ষেত্রে ৬০০/- টাকা এবং  এস সি/ এস টি/ প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ এর প্রার্থী দের ক্ষেত্রে ৩২৫/- টাকা)। 

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI ইত্যাদির মাধ্যমে।

 

গুরুত্বপূর্ণ কিছু তারিখ:-

 

১)অনলাইনে আবেদন করার শেষ তারিখ - ৩১ মে, ২০২৩

২) পরীক্ষার ফি জমা করার শেষ তারিখ - ১ জুন, ২০২৩

৩) আবেদন পত্র অনলাইনে সংশোধনের সময় সীমা - ২ জুন, ২০২৩ থেকে ৩ জুন, ২০২৩ পর্যন্ত

৩) পরীক্ষা হওয়ার সম্ভাব্য দিন - ১৩ জুন, ২০২৩ থেকে ২২ জুন, ২০২৩ পর্যন্ত

৪) পরীক্ষার সময়সূচী -

দুটি সময়ের পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে।

ক)  সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

খ) দুপুর ৩টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইউ জি সি নেট এর অফিসিয়াল ওয়েবসাইট - ugcnet.nta.nic.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ