DVC Recruitment: দামোদর ভ্যালি কর্পোরেশনে বিভিন্ন পদে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ দামোদর ভ্যালি কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - PLR/Fin & MO/2024/07/04।
আবেদন করতে হবে অনলাইনে ৭ আগস্ট, ২০২৪ তারিখের মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) এক্সিকিউটিভ ট্রেনি (ফাইন্যান্স)
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ আগস্ট, ২০২৪ তারিখ অনুযায়ী ২৯ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা
২) মেডিক্যাল অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হেলথ সার্ভিস)
শূন্যপদ - ২১টি
যোগ্যতা - এমবিবিএস ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের ইন্টার্নশিপ বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ আগস্ট, ২০২৪ তারিখ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। তারপর সেই সকল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন DVC এর অফিসিয়াল ওয়েবসাইট dvc.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে DVC এর অফিসিয়াল ওয়েবসাইট dvc.gov.in এর মাধ্যমে ৭ আগস্ট, ২০২৪ তারিখের মধ্যে।
আবেদনের লিঙ্কঃ Apply Now
আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী প্রভৃতি নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন DVC এর অফিসিয়াল ওয়েবসাইট dvc.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।