ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ বিদ্যা ভবন কৃষি বিজ্ঞান কেন্দ্রে ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট পোস্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ আগস্ট, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) ড্রাইভার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতন - ২১,৭০০/- টাকা

 

আরও পড়ুনঃ দীর্ঘ ৬ বছর পর মুখোমুখি ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী

 

২) অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

৩) প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (ল্যাব টেকনিশিয়ান)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - এগ্রিকালচার বিষয়ে ব্যাচেলর ডিগ্রী বা বিজ্ঞান/সোশ্যাল সায়েন্স শাখার যে কোন বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে
বেতন - ৩৫,৪০০/- টাকা

৪) সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট (হর্টিকালচার)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - হর্টিকালচার বিষয়ে/হর্টিকালচার স্পেশালাইজড সহ এগ্রিকালচার বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ৫৬,১০০/- টাকা

 

আরও পড়ুনঃ ব্যাঙ্কের প্রিলি পরীক্ষার কল লেটার ডাউনলোড ও মক টেস্টের সুযোগ

 

৫) সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট (এগ্রি এক্সটেনশন)এক্সটেনশন)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সোশ্যাল সায়েন্স/সায়েন্স বিষয়ে বা এগ্রি এক্সটেনশন স্পেশালাইজড সহ এগ্রিকালচার বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ৫৬,১০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে ।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ আগস্ট, ২০২২ এর মধ্যে।

আবেদন পত্র VBKBK এর অফিসিয়াল ওয়েবসাইট www.vidyabhawan.in বা ওয়েব লিঙ্ক এর মাধ্যমে।

আবেদন পত্র ডাউনলোড করার পর প্রয়োজনীয় তথ্যাদি সহ সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - Vidya Bhawan Society, Dr. Mohan Singh Mehta Marg, Fatepur, Udaipur (Rajasthan)

 

আরও পড়ুনঃ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

 

আবেদন মূল্য ৫০০/- টাকা। টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' in favour of Vidya Bhawan Society, Udaipur '।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন VBKBK এর অফিসিয়াল ওয়েবসাইট www.vidyabhawan.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ