ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - HR/SUP:01/2022।

আবেদন করতে হবে অনলাইনে ২৮ জুলাই, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

ক) সুপারভাইজার 

যে যে বিভাগে নিয়োগ করা হবে - 

১) ইনফরমেশন টেকনোলজি
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কম্পিউটার/আই টি/নেটওয়ার্কিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/ডিপ্লোমা সহ গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে
অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন/কম্পিউটার সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

২) ফাইন্যান্স
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ফাইন্যান্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/ডিপ্লোমা সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে
অথবা CMA/CA/M.Com ডিগ্রী থাকতে হবে।

৩) লিগাল
শূন্যপদ - ১টি
যোগ্যতা - এল এল বি বিষয় সহ যে কোন শাখাতে গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

 

খ) ইঞ্জিন টেকনিশিয়ান

যে যে বিভাগে নিয়োগ করা হবে - 

১) মেকানিকাল
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

২) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

 

গ) সুপারভাইজার

যে যে বিভাগে নিয়োগ করা হবে - 

১) মেকানিকাল 
শূন্যপদ - ৯টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

২) ইলেকট্রিক্যাল 
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

৩) পেইন্ট টেকনোলজি
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/পেইন্ট টেকনোলজি তে ডিপ্লোমা থাকতে হবে।

৪) সিভিল
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

৫) নেভাল আর্কিটেকচার
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - নেভাল আর্কিটেকচার/শিপ বিল্ডিং/নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং/নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা অথবা বি.এসসি ডিগ্রী থাকতে হবে।

৬) ইনফরমেশন টেকনোলজি
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কম্পিউটার/আই টি/নেটওয়ার্কিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/ডিপ্লোমা সহ গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে
অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন/কম্পিউটার সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

৭) অ্যাডমিন অ্যান্ড এইচ আর
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/ডিপ্লোমা সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/বিজনেস ম্যানেজমেন্ট এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

৮) মেটেরিয়াল ম্যানেজমেন্ট 
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/ডিপ্লোমা/গ্র্যাজুয়েট ডিপ্লোমা সহ ইঞ্জিনিয়ারিং এর যে কোন শাখাতে গ্র্যাজুয়েট পাশ বা যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

৯) ফার্মেসি
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - ফার্মেসিতে ডিপ্লোমা থাকতে হবে।

 

ঘ) ডিজাইন অ্যাসিস্ট্যান্ট

যে যে বিভাগে নিয়োগ করা হবে - 

১) মেকানিকাল
শূন্যপদ - ৮টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

২) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

৩) সিভিল
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

 

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১ জুলাই, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বেতনক্রম ২৩,৮০০/- টাকা - ৮৩,৩০০/- টাকা

সুপারভাইজার ও ডিজাইন অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে তিন বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে।

তবে কাজের গুণাগুণের উপর নির্ভর করে পরবর্তীকালে আরো দুই বছর মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে GRSE এর অফিসিয়াল ওয়েবসাইট www.grse.in অথবা https://jobapply.in/grse2022 এর মাধ্যমে ২৮ জুলাই, ২০২২ এর মধ্যে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন GRSE এর অফিসিয়াল ওয়েবসাইট www.grse.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ