ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিভিন্ন পদে মোট ২৯৪ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 3/2023 - 24।  চুক্তিভিত্তিক ও স্থায়ী মেয়াদ হিসেবে মিলিত ভাবে এই কর্মী নিয়োগ করা হবে।

ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে RBI এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৯ মে, ২০২৩  তারিখ থেকে।

আবেদনের শেষ তারিখ ৯ জুন, ২০২৩।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এ এই বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। তবে পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে এর আগে এই পোস্টের জন্য যে ধরণের যোগ্যতায় কর্মী নেওয়া হয়েছিল তার উপর ভিত্তি করে আমরা আগাম তথ্য দিলাম।

মার্চ, ২০২২ এ  RBI এর বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি নম্বর - 2A/2021 - 22) অনুযায়ী এই পোস্টগুলোর  ক্ষেত্রে যোগ্যতা, নির্বাচন পদ্ধতি প্রভৃতি কেমন ছিল তা এখানে বিস্তারিত দেওয়া হল।

 

 

সম্ভাব্য যোগ্যতা, বয়স, বেতন ও নির্বাচন পদ্ধতি

 

 

১) জেনেরাল অফিসার 

শূন্যপদ - ২২২টি

যোগ্যতা -  যে কোন বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রী বা কমপক্ষে ৫৫% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।

 

২) ইকোনমি ও পলিসি রিসার্চ অফিসার

শূন্যপদ - ৩৮টি

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ ইকোনমিকস/ ফাইন্যান্স এ মাস্টার্স ডিগ্রী বা অন্য যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী যেখানে ইকোনমিকস/ফাইন্যান্স সম্পর্কিত বিষয় আছে বা উল্লেখিত বিষয় দুটিতে MBA/PGDM ডিগ্রী থাকতে হবে।

 

৩) স্ট্যাটিসটিক্স ও ইনফরমেশন ম্যানেজমেন্ট অফিসার শূন্যপদ - ৩১টি

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ স্ট্যাটিসটিক্স/ম্যাথেমেটিকাল স্ট্যাটিসটিক্স/ম্যাথেমেটিকাল ইকোনমিকস/ইকোনমিকস/স্ট্যাটিসটিক্স অ্যান্ড ইনফরমেটিক্স/অ্যাপ্লাইড স্ট্যাটিসটিক্স অ্যান্ড ইনফরমেটিক্স এ মাস্টার্স ডিগ্রী 

অথবা, কমপক্ষে ৫৫% নম্বর সহ গণিতে মাস্টার্স ডিগ্রী ও স্ট্যাটিসটিক্স বা সমতুল্য বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে 

অথবা, আইআইটি /আইআইএম থেকে কমপক্ষে ৫৫% নম্বর সহ বিজনেস অ্যানালিটিকস এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।

 

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতার নম্বরের ছাড় আছে।

বেতন - ৫৫,২০০/- টাকা (বেসিক)

 

এর পাশাপাশি আরো দুটি পদে চুক্তিভিত্তিক মেয়াদে কর্মী নিয়োগ করা হবে।

 

১) প্রোগ্রাম কো - অর্ডিনেটর

বিজ্ঞপ্তি নম্বর - ১/২০২৩-২৪

শূন্যপদ - ২টি

আবেদনের শেষ তারিখ - ২৪ মে, ২০২৩ তারিখ

 

২) কমিউনিকেশন কনসালট্যান্ট/মিডিয়া অ্যানালিস্ট

বিজ্ঞপ্তি নম্বর - ২/২০২৩-২৪

শূন্যপদ - ১টি

আবেদনের শেষ তারিখ - ২৪ মে, ২০২৩ তারিখ

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RBI এর অফিসিয়াল ওয়েবসাইট https://rbi.org.in/

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

Phase - I, Phase - II ও ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। Phase - I ও Phase - II অনলাইনে হবে। Phase - I এ উত্তীর্ণ হলে Phase - II পরীক্ষা দিতে পারা যাবে।

পোস্ট অনুযায়ী Phase - I ও Phase - II এর পরীক্ষার দিন আলাদা।

 

১) জেনারেল অফিসার

Phase - I পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ জুলাই, ২০২৩।

Phase - ll পরীক্ষার সম্ভাব্য তারিখ ৩০ জুলাই, ২০২৩।

 

২) ইকোনমি ও পলিসি রিসার্চ অফিসার

Phase - I পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ জুলাই, ২০২৩।

Phase - ll পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ সেপ্টেম্বর, ২০২৩।

 

৩) স্ট্যাটিসটিক্স ও ইনফরমেশন ম্যানেজমেন্ট অফিসার

Phase - I পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ জুলাই, ২০২৩।

Phase - ll পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৯ আগস্ট, ২০২৩।

 

দ্বিতীয় পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্ট সিলেক্টেড প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ এর আগে সাইকোমেট্রিক টেস্ট নেওয়া হবে।

প্রথম ধাপের পরীক্ষার ক্ষেত্রে কলকাতা সহ আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী ও শিলিগুড়িতে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হবে।

দ্বিতীয় ধাপের পরীক্ষাকেন্দ্র কেবল কলকাতাতেই হবে।

সিলেবাস, পরীক্ষার নম্বর, সময়সীমা প্রভৃতি পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে দেখুন RBI এর অফিসিয়াল ওয়েবসাইট।

নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে পরীক্ষার আগে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে। তবে তার জন্য ডাকের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য দেওয়া আছে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে RBI এর অফিসিয়াল ওয়েবসাইট https://rbi.org.in/ এর মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৯ মে, ২০২৩  তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ  এ ৯ জুন, ২০২৩ এর মধ্যে।

 

ইন্টিমেশন চার্জ বাবদ আবেদন মূল্য ৮৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল  ইন্টিমেশন চার্জ বাবদ ১০০/- টাকা জমা করতে হবে। আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট/নেট ব্যাঙ্কিং/IMPS ইত্যাদির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RBI এর অফিসিয়াল ওয়েবসাইট https://rbi.org.in/

এই পোস্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোলে আমাদের স্কিল বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ