ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : মুম্বাই রেলওয়ে বিকাশ কর্পোরেশনে কর্মী নিয়োগ করা হবে।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

 

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল

 

পোস্টের নাম - প্রোজেক্ট ইঞ্জিনিয়ার

শূন্যপদ - ২০টি

যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। 

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে । ইন্টারভিউ নেওয়া হবে ২৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে ২৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন MRVC এর অফিসিয়াল ওয়েবসাইট mrvc.indianrailways.gov.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ২৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে ২৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত।

ঠিকানা - Manager (HR), MRVC Corporation Office, 2nd floor, Churchgate Railway Station Building, Mumbai - 400020।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন MRVC এর অফিসিয়াল ওয়েবসাইট mrvc.indianrailways.gov.in

 

এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ  গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ