ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সন্তু সামন্তঃ মোট ৩০১০ জন সাধারণ টিকিট বুকিং সেবক নিয়োগ করতে চলেছে ভারতীয় রেলওয়ে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ১৪৬ টি রেল স্টেশনে এই নিয়োগ করা হবে। রেলের অসংরক্ষিত টিকিট ইউ টি এস এর মাধ্যমে বিক্রি করার জন্য এই নিয়োগ, এমনটাই জানা গেছে রেলের তরফে।

আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। আবেদনপত্রের বয়ান সরাসরি অফিস থেকে বা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদন এর শেষ তারিখ ১৫ ডিসেম্বর, ২০২২। 

আবেদনপত্র জমা নেওয়া হবে রেলের অফিসে।  আবেদনপত্রের সঙ্গে দেবেন প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট । কোন স্টেশনে টিকিট বুকিং সেবক হতে চান তা অবশ্যই উল্লেখ করবেন। আবেদনপত্রের ফরম্যাট শিয়ালদহ র সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এর অফিস থেকে সংগ্রহ করতে হবে। প্রয়োজনে পূর্ব রেলের ওয়েবসাইট থেকেও আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট সহ পূরণ করা আবেদনপত্র জমা করতে হবে ১৫ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে এই ঠিকানায় - সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, পূর্ব রেলওয়ে, শিয়ালদহ, ডি আর এম বিল্ডিং, রুম নম্বর ৪৪, ১৬ কাইজার স্ট্রীট, কলকাতা – ৭০০০১৪। 

আবেদনপত্র জমা করার সময় কাজের দিন সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে। শুধুমাত্র ১৬ ডিসেম্বর ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত জমা দেওয়া যাবে। ১৬ ডিসেম্বর দুপুর ৩ টেয় আবেদনকারীদের উপস্থিতিতে সিল করা আবেদনপত্রের বাক্স খোলা হবে। 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট https://er.indianrailways.gov.in/

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ