ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ করা হবে। কন্যাশ্রী প্রকল্পের জন্য এই নিযুক্তি হবে।

আবেদন করতে হবে অনলাইন ১৬ এপ্রিল,২০২৪ তারিখের মধ্যে।

 

আরও পড়ুনঃ ৫ টি সংস্থায় কর্মী নিয়োগ

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

পোস্টের নাম  - ডেটা ম্যানেজার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - যে কোনো বিষয় গ্রাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন এ সার্টিফিকেট সহ প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 

পারিশ্রমিক - ১১০০০/- টাকা 

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়মবিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরী গুলির ক্ষেত্রে বয়সের ছার আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষার, কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন জেলার অফিসিয়াল ওয়েবসাইট north24parganas.gov.in

নির্দিষ্ট সময়ের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসাবে এই নিয়োগ করা হবে।

উত্তর ২৪ পরগণা জেলাতে নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে জেলার অফিসিয়াল ওয়েবসাইট north24parganas.gov.in এর মাধ্যমে ১৬ এপ্রিল,২০২৪ তারিখের মধ্যে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন জেলার অফিসিয়াল ওয়েবসাইট north24parganas.gov.in

 

অফসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ