PowerGrid Vacancy: পাওয়ার গ্রিডে অফিসার ট্রেনি নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : পাওয়ার গ্রিডে অফিসার ট্রেনি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - CC/06/2024।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৭ নভেম্বর, ২০২৪ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ২৭ নভেম্বর, ২০২৪।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল:-
পোস্টের নাম - অফিসার ট্রেনি (ল)
শূন্যপদ - ৯টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর নম্বর সহ ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ নভেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা
ট্রেনিং পিরিয়ড চলাকালীন মাসিক ৪০,০০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।
ট্রেনিং পিরিয়ড - ১বছর
নির্বাচন পদ্ধতি
CLAT - 2025 পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
CLAT - 2025 পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২৪।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইট www.powergrid.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইট www.powergrid.in এর মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৭ নভেম্বর, ২০২৪ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ২৭ নভেম্বর, ২০২৪।
তবে তার আগে প্রার্থীকে অবশ্যই CLAT - 2025 পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। CLAT - 2025 পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২৪।
আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা দিতে হবে অনলাইনে দেওয়া লিঙ্কের মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইট www.powergrid.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।