ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ এগজিকিউটিভ  ট্রেনি নিয়োগ করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন (NPCIL Career)। আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ২৮ এপ্রিল, ২০২৩ এর মধ্যে। 

কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগ হবে। ইন্টারভিউর সম্ভ্যাব্য সময় ৫ থেকে ১৭ জুন, ২০২৩। 

ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৫৫ হাজার টাকা। এছাড়া বই বাবদ এককালীন ১৮ হাজার টাকা দেওয়া হবে। ট্রেনিং শেষে নিয়োগ করা হবে অফিসার পোস্টে । তখন মাসিক পে ৫৬,১০০ টাকা। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী  অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধাও পাওয়া যাবে। 

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর NPCIL/HRM/ET/2023/01

 

 

শূন্যপদ

 

 

মোট শূন্যপদ ৩২৫ টি। ইঞ্জিনিয়ারিং এর বিভাগ অনুযায়ী শূন্যপদ রয়েছে  মেকানিক্যাল এ ১২৩ টি, কেমিক্যালে ৫০ টি, ইলেকট্রিক্যাল ৫৭ টি, ইলেকট্রনিক্স ২৫ টি, ইন্সট্রুমেন্টেশান এ ২৫ টি এবং সিভিল শাখায় ৪৫ টি। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download PDF file

 

 

যোগ্যতা

 

 

সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে ৬০% নম্বর সহ বি ই / বি টেক / বি এস সি বা ৫ বছরের এম টেক পাশ ছাত্র ছাত্রীরা আবেদনের যোগ্য। 

বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী অনুর্ধব ২৬ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা  সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 

 

 

প্রার্থী বাছাই পদ্ধতি

 

 

গেট পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। গেট ২০২১,২০২২ এবং ২০২৩ এ পাওয়া বৈধ স্কোরের ভিত্তিতে প্রাথমিক ভাবে বাছাই প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। 

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://www.npcilcareers.co.in/ এ ২৮ এপ্রিল, ২০২৩ এর মধ্যে। আবেদনের ফি ৫০০ টাকা।

জেনারেল, ও বি সি এবং অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণীর পুরুষ প্রার্থীদের কেবলমাত্র আবেদনের ফি জমা করতে হবে। বাকিদের আবেদন ফি দিতে হবে না। 

অনলাইনে আবেদনের পর আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। পরে এটি কাজে লাগবে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://www.npcilcareers.co.in/

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ