NLC India: এন এল সি ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ এন এল সি ইন্ডিয়া লিমিটেডে মোট ৫০০ জন ট্রেনি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 02/2023।
আবেদন করতে হবে অনলাইনে ৮ জুলাই, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
যে যে শাখাতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি নিয়োগ করা হবে সেগুলি হল -
১) স্পেশালাইজড মাইনিং ইকুইপমেন্ট অপারেশনস
শূন্যপদ - ২৩৮টি
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে।
স্টাইপেন্ড - প্রথম বছর ১৮০০০/- টাকা, দ্বিতীয় বছর ২০,০০০/- টাকা এবং তৃতীয় বছর ২২,০০০/- টাকা
২) মাইনস অ্যান্ড মাইনস সাপোর্ট সার্ভিসেস
শূন্যপদ - ২৬২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ সহ NAC সার্টিফিকেট থাকতে হবে।
স্টাইপেন্ড - প্রথম বছর ১৪০০০/- টাকা, দ্বিতীয় বছর ১৬,০০০/- টাকা এবং তৃতীয় বছর ১৮,০০০/- টাকা
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
মেয়াদ - ৩ বছর
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NLC ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NLC ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in এর মাধ্যমে ৮ জুলাই, ২০২৩ এর মধ্যে।
আবেদনকারী কেবলমাত্র একটি ট্রেনিং স্কিমের জন্য আবেদন করতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NLC ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ