NHAI recruitment: ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া তে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া তে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ২ জুন, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্টের নাম - চিফ জেনারেল ম্যানেজার
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।
বেতনক্রম - ১,৪৪,২০০/- টাকা - ২,১৮,২০০/- টাকা
অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NHAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.nhai.gov.in এর মাধ্যমে ২ জুন, ২০২৩ এর মধ্যে।
পাশাপাশি আবেদন পত্র ও প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে NHAI অফিসের ঠিকানায়।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NHAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.nhai.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।