ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ভিজুয়্যাল ডিসাবিলিটিজ এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 5-2/2023-0009।

অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৮ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) লেডি মেডিক্যাল অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - এমবিবিএস ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

 

২) সেকশন অফিসার (অ্যাডমিন)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা ও কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা

 

৩) অ্যাসিসট্যান্ট অডিট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - বি.কম ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৪) লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং ব্রেইলে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৫) স্টেনোগ্রাফার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং স্টেনোগ্রাফিতে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

 

৬) টেকনিশিয়ান গ্রেড II

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

 

৭) পাম্প অপারেটর

শূন্যপদ - ১টি

যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা/স্কিল টেস্ট/ ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৮ এপ্রিল, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.nivh.gov.in থেকে। তারপর তা

পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' the Director, NIEPVD, 116, Rajpur Road, Dehradun (Uttarakhand) - 248001 '। 116, Rajpur Road, Dehradun (Uttarakhand) - 248001 '।

খামের উপর লিখতে হবে - ' Application for the post of '........'।

আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি এর ক্ষেত্রে আবেদন মূল্য ২৫০/- টাকা। প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে দেওয়া লিঙ্কের মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.nivh.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ