ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে ক্লার্ক, ওয়ার্ডেন, স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 150।

 

আরও পড়ুনঃ 

 

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ২৮ জুন, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) জুনিয়র ওয়ার্ডেন
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন - ১৮,৭৫০/- টাকা

২) ডেন্টাল টেকনিশিয়ান (মেকানিক)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট/ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি ডেন্টাল হাইজেনিস্ট/ডেন্টাল মেকানিক সহ ডেন্টাল কাউন্সিল এ রেজিস্টার্ড হতে হবে।
বেতন - ২২,০২০/- টাকা

৩) মর্তুয়ারি অ্যাটেনডেন্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন - ১৩,২৯০/- টাকা

৪) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ১৮টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ ও ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বেতন - ১৮,৭৫০/- টাকা

৫) স্টেনোগ্রাফার
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ অথবা মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - ১৮,৭৫০/- টাকা

৬) MRT
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - বিজ্ঞান বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন - ২২,০২০/- টাকা

৭) লাইব্রেরিয়ান
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বি.এসসি ডিগ্রী/লাইব্রেরি সায়েন্স এ ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

৮) স্টোর কিপার
শূন্যপদ - ৮টি
যোগ্যতা - ইকোনমিকস/কমার্স/স্ট্যাটিসটিক্স এ মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

 

আরও পড়ুনঃ এবার লেখিকার ভূমিকায় মালাইকা

 

৯) J.E. (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

১০) J.E.(AC & R)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে স্পেশালাইজড কোর্স সহ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

১১) জুনিয়র হিন্দি ট্রান্সলেটর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী বা ব্যাচেলর ডিগ্রীর পাশাপাশি দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - ২২,০২০/- টাকা

১২) যোগা ইন্সট্রাক্টর
শূন্যপদ - ২টি (মহিলা - ১টি, পুরুষ - ১টি)
যোগ্যতা - গ্রাজুয়েট পাশ ও যোগা তে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - ৪৪,৯০০/- টাকা

১৩) MSSO
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

১৪) ফার্মাসিস্ট
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - ফার্মেসি তে ডিপ্লোমা সহ রেজিস্টার্ড হতে হবে।
বেতন - ২২,০২০/- টাকা

১৫) প্রোগ্রামার
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ বি.টেক/বি.ই/এমসিএ ডিগ্রী থাকতে হবে।
বেতন - ৪৪,৯০০/- টাকা

১৬) জুনিয়র ফিজিওথেরাপিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বিজ্ঞান বিষয় সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রী থাকতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

 

আরও পড়ুনঃ কলকাতায় মিলল পোলিও জীবাণুর খোঁজ

 

১৭) অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে এম.এসসি ডিগ্রী সহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - ২২,০২০/- টাকা

১৮) জুনিয়র অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি ডিগ্রী এবং RCI রেজিস্টার্ড হতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

১৯) স্ট্যাটিসটিকাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
শূন্যপদ - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

২০) টেকনিশিয়ান (OT)
শূন্যপদ - ১২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

২১) টেকনিশিয়ান (অপ্টোমেট্রিস্ট)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

২২) টেকনিশিয়ান (রেডিওলজি)
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

২৩) টেকনিশিয়ান (ল্যাবরেটরি)
শূন্যপদ - ২৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

২৪) টেকনিশিয়ান (রেডিওথেরাপি)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

২৫) পেরফিউশনিস্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - বি.এসসি ডিগ্রী ও সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

২৬) টেকনিশিয়ান (রেডিওলজি)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি ডিগ্রী ও দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

 

আরও পড়ুনঃ জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন চালু করলেন চালক, দেখুন ভিডিও

 

২৭) টেকনিশিয়ান (ল্যাবরেটরি)
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রীর পাশাপাশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - ৩৫,৪০০/- টাকা

নির্বাচন পদ্ধতি

শর্ট সিলেক্টেড প্রার্থীদের স্কিল টেস্ট/ ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে BECIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com অথবা https://becilregistration.com এর মাধ্যমে ২৮ জুন, ২০২২ এর মধ্যে।

আবেদন করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

 

আরও পড়ুনঃ রাশি অনুযায়ী কেমন যাবে এই বছর

 

আবেদন মূল্য ৭৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/আর্থিকভাবে দুর্বল শ্রেণীর ক্ষেত্রে কেবল ৪৫০/- টাকা জমা করতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনে ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI এর মাধ্যমে।ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI এর মাধ্যমে।

একাধিক পোস্টে পৃথক ভাবে আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন অনলাইনে BECIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ