Maharashtra Bank Recruitment: মহারাষ্ট্র ব্যাঙ্কে ৫০০ জন কর্মী নিয়োগ
ওয়েব ডেস্কঃ বিভিন্ন পোস্টে মোট ৫০০ জন কর্মী নিয়োগ করবে মহারাষ্ট্র ব্যাঙ্ক (Maharashtra Bank Recruitment)। এর মধ্যে জেনারেলিস্ট স্কেল III পোস্টে ৪০০ জন এবং জেনারেলিস্ট স্কেল II পোস্টে ১০০ টি শুন্যপদ রয়েছে। এই নিয়োগ করা হবে “Recruitment in Officers in scale II, III, IV & V – project 2023-24” এর মাধ্যমে।
আজ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
পোস্ট অনুযায়ী যোগ্যতা
জেনারেলিস্ট স্কেল II - কমপক্ষে ৬০% নম্বর যে কোনও শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত দের ক্ষেত্রে ৫৫% শতাংশ হলেই চলবে। ব্যাঙ্কিং ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
জেনারেলিস্ট স্কেল III - কমপক্ষে ৬০% নম্বর যে কোনও শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত দের ক্ষেত্রে ৫৫% শতাংশ হলেই চলবে। ব্যাঙ্কিং ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
দুটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ৩১/১০/২০২২ অনুযায়ী ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
নির্বাচন পদ্ধতি এবং বেতন
অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে মেধা তালিকা (Maharashtra Bank Recruitment ) তৈরি হবে। কলকাতায় পরীক্ষা কেন্দ্র রয়েছে।
নির্বাচিত হলে প্রথমে ৬ মাসের প্রবেশন। তারপর স্থায়ী চাকরি। তখন বেতনক্রম হবে জেনারেলিস্ট স্কেল II এর ক্ষেত্রে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯৮১০ টাকা। আর জেনারেলিস্ট স্কেল III এর ক্ষেত্রে ৬৩৮৪০ টাকা থেকে ৭৮২৩০ টাকা।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – SEE PDF file
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট এর এই লিঙ্কে - https://bankofmaharashtra.in/।
আবেদনের অফিসিয়াল লিঙ্ক - Apply Now
আবেদন এর শেষ তারিখ ২৩ ডিসেম্বর। আবেদন এর ফি এস সি এস টি ও প্রতিবন্ধিদের ক্ষেত্রে ১১৮ টাকা। বাকিদের ১১৮০ টাকা। পরীক্ষার তারিখ, সিলেবাস এবং বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট - https://bankofmaharashtra.in/।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।