ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : এল আই সি হাউজিং ফিন্যান্স লিমিটেডে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২০০ জন কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ১৪ আগস্ট, ২০২৪ তারিখের মধ্যে।


উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-


পোস্টের নাম - জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 

শূন্যপদ - ২০০টি

যোগ্যতা - গ্রাজুয়েট পাশ সহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২৪ তারিখ অনুযায়ী ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩২,০০০/- টাকা - ৩৫,২০০/- টাকা

প্রবেশন পিরিয়ড - ৬ মাস।

তবে পরবর্তী কালে প্রয়োজন অনুসারে মেয়াদ বৃদ্ধি পেতে পারে।



নির্বাচন পদ্ধতি



অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। নির্বাচিত প্রার্থীদের মেডিক্যাল এক্সামিনেশনও করা হবে।

অনলাইন লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় সেপ্টেম্বর, ২০২৪।


আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর


পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ শিলিগুড়ি, দূর্গাপুর ও বর্ধমানে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন LIC HFL এর অফিসিয়াল ওয়েবসাইট lichousing.com



আবেদন পদ্ধতি



আবেদন করতে হবে অনলাইনে LIC HFL এর অফিসিয়াল ওয়েবসাইট lichousing.com এর মাধ্যমে ১৪ আগস্ট, ২০২৪ তারিখের মধ্যে।


আবেদনের লিঙ্কঃ Apply Now


আবেদন মূল্য ৮০০/- টাকা।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/IMPS প্রভৃতির মাধ্যমে।


অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now


আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন LIC HFL এর অফিসিয়াল ওয়েবসাইট lichousing.com


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ