ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন এ ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - RRRLF/RTTA/2022/2।

মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ ও ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

 

২) মাল্টি টাস্কিং স্টাফ
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক বা সমতুল্য বা আই টি আই পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

নির্বাচন পদ্ধতি

 

কম্পিউটার বেসড টেস্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়ার মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন RRRLF এর অফিসিয়াল ওয়েবসাইট www.rrrlf.gov.in  ।

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে RRRLF এর এর অফিসিয়াল ওয়েবসাইট www.rrrlf.gov.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে জমা করতে হবে এই ঠিকানায় - ' To The Director General, Raja Rammohun Roy Library Foundation, Block - DD - 34, Sector - I, Saltlake City, Kolkata - 700064 '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RRRLF এর এর অফিসিয়াল ওয়েবসাইট www.rrrlf.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ