ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার বোধি পিঠ বিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে।

 

আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) প্রিন্সিপাল

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী সহ ৫ বছরের অভিজ্ঞতা ও মেন্টাল রেটারডেশন বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ মার্চ, ২০২৪ তারিখ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৪৪,৩০০/- টাকা

 


২) মিউজিক টিচার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা/সার্টিফিকেট পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ মার্চ, ২০২৪ তারিখ অনুযায়ী ৩৯ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৮,৯০০/- টাকা - ৭৪,৫০০/- টাকা

 


৩) অ্যাকাউন্ট্যান্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ মার্চ, ২০২৪ তারিখ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২২,৭০০/- টাকা - ৫৮,৫০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে উত্তর ২৪ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://www.north24parganas.gov.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ জমা করতে হবে এই ঠিকানায় - ' S.D.O office, 1st floor, Room No. 209, Administrative Building, DJ - 4, Sector - II, Saltlake, Kolkata - 700091 '।

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন উত্তর ২৪ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://www.north24parganas.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ