ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৯ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (মাইনিং ইঞ্জিনিয়ারিং)

যোগ্যতা - মাইনিং ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই /বি.টেক ডিগ্রী থাকতে হবে।

২) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং)

যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং/মেটালার্জিকাল অ্যান্ড মেটারিয়ালস ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

ইন্টারভিউ সংক্রান্ত বিস্তারিত তথ্য আবেদনকারীর দেওয়া ইমেল আইডিতে জানিয়ে দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৯ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি সহ সিভি, আবেদন পত্র ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে registrar@knu.ac.in এবং cc করবেন এই ইমেল আইডিতে hod.miningengg@knu.ac.in

মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি সহ সিভি, আবেদন পত্র ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে registrar@knu.ac.in এবং cc করবেন এই ইমেল আইডিতে hod.metallurgicalengg@knu.ac.in

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.knu.ac.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ