ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : অফিসার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে। বিজ্ঞপ্তি নম্বর - IPPB/HR/CO/REC/2021-22/03।
আবেদন করতে হবে অনলাইনে IPPB এর অফিসিয়াল ওয়েবসাইটে ৯ এপ্রিল, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) চিফ টেকনোলজি অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট/এমসিএ ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ২৯ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১,০৪,২৪০/- টাকা - ১,১৬,১২০/- টাকা

এই প্রতিবেদনে ৫ টি চাকরির খবর একসঙ্গে পাবেন

২) অ্যাসিস্ট্যান্ট জেনেরাল ম্যানেজার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী/কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি এর টেকনোলজিতে গ্র্যাজুয়েট ডিগ্রী/এমসিএ ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ৩২ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৮৯,৮৯০/- টাকা - ১,০০,৩৫০/- টাকা

এনএলসি ইন্ডিয়া লিমিটেডে মোট ৩০০জন ট্রেনি নিয়োগ

 ৩) চিফ ম্যানেজার (ডিজিট্যাল টেকনোলজি)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী/কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি এর টেকনোলজিতে গ্র্যাজুয়েট ডিগ্রী/এমসিএ ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ২৯ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৭৬,০১০/- টাকা - ৮৯,৮৯০/- টাকা

গ্র্যাজুয়েট হলেই ESI তে ৪৫ হাজার টাকা বেতনের চাকরির সুযোগ

৪) সিনিয়র ম্যানেজার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী/কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি এর টেকনোলজিতে গ্র্যাজুয়েট ডিগ্রী/এমসিএ ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ২৬ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬৩,৮৪০/- টাকা - ৭৮,২৪০/- টাকা

৫) সিনিয়র ম্যানেজার (ইনফরমেশন সেকিউরিটি)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইলেকট্রনিক্স/ফিজিক্স/কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজিতে বি.এসসি ডিগ্রী 
অথবা, ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজিতে বি.ই/বি.টেক ডিগ্রী
অথবা, ইলেকট্রনিক্স/ফিজিক্স/অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স এ এম.এসসি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা ও সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ২৬ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬৩,৮৪০/- টাকা - ৭৮,২৪০/- টাকা

৬) ম্যানেজার

শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইলেকট্রনিক্স/ফিজিক্স/কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজিতে বি.এসসি ডিগ্রী
অথবা, ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজিতে বি.ই/বি.টেক ডিগ্রী
অথবা, ইলেকট্রনিক্স/ফিজিক্স/অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স এ এম.এসসি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা ও সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ২৩ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৮,১৭০/- টাকা - ৬৯,৮১০/- টাকা

৭) অ্যাসিস্ট্যান্ট জেনেরাল ম্যানেজার (BSG)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সেলস ও মার্কেটিং এ এমবিএ ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ৩২ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৮৯,৮৯০/- টাকা - ১,০০,৩৫০/- টাকা

৮) চিফ ম্যানেজার (রিটেল প্রোডাক্টস)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ এমবিএ ডিগ্রী থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ২৯ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৭৬,০১০/- টাকা - ৮৯,৮৯০/- টাকা

৯) জেনেরাল ম্যানেজার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ৩৮ বছর থেকে ৫৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১,০৪,২৪০/- টাকা - ১,১৬,১২০/- টাকা

১০) চিফ কমপ্লায়েন্স অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ২৯ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১,০৪,২৪০/- টাকা - ১,১৬,১২০/- টাকা

১১) চিফ ম্যানেজার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বি.কম গ্র্যাজুয়েট এর পাশাপাশি সিএ এর ফাইনাল পরীক্ষায় কোয়ালিফায়েড হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ২৯ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৭৬,০১০/- টাকা - ৮৯,৮৯০/- টাকা


নির্বাচন পদ্ধতি


প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে। তবে নির্বাচন পদ্ধতি পরবর্তীকালে পরিবর্তিত হতে পারে।

কেবল ক্রমিক ১ ও ১১ নং পোস্টগুলি চুক্তিভিত্তিক ৩ বছরের মেয়াদে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে। কাজের মান অনুযায়ী পরবর্তীকালে ২ বছর মেয়াদ বৃদ্ধি পেতে পারে।


আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে IPPB এর অফিসিয়াল ওয়েবসাইট www.ippbonline.com  এ ৯ এপ্রিল, ২০২২ এর মধ্যে।

ইন্টিমেশযন চার্জ বাবদ আবেদন মূল্য ৭৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ইন্টিমেশযন চার্জ বাবদ ১৫০/- টাকা জমা দিতে হবে। টাকা জমা করতে হবে অনলাইনে।


আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IPPB এর অফিসিয়াল ওয়েবসাইট www.ippbonline.com

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ