ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সন্তু সামন্তঃ  কর্মমুখী সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর কন্টিনিউং অ্যান্ড আডাল্ট এডুকেশান’। আগে এলে আগে সুযোগ এই ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

 

কোর্স অনুযায়ী বিস্তারিত তথ্য

ভর্তি চলছে নিম্নলিখিত ৩ টি কোর্সে –

১) বেসিক কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড ইনফরমেশান সায়েন্স – ৬ মাসের এই সার্টিফিকেট কোর্সে উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। সিট- ৮০ টি। কোর্স ফি ৮৫০০ টাকা।

 

আরও পড়ুনঃ ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির খবর

২) ডাটা সায়েন্স – ১ বছরের এই ডিপ্লোমা কোর্সে সায়েন্স গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য। সিট – ৪০ টি। কোর্স ফি – ১২০০০ টাকা। 

৩) হানি বি অ্যান্ড স্টিং লেস বি কিপিং – ২ সপ্তাহের এই সার্টিফিকেট কোর্সে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। সিট- ৫০ টি। কোর্স ফি ১৫০০ টাকা। 

আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

আবেদনপত্রের বয়ান পাওয়া যাবে এই ঠিকানায় - http://www.vidyasagar.ac.in/CentreCell/CCAE

আবেদন ফি (২০০ টাকা)  এবং কোর্স ফির ডকুমেন্ট সহ পূরণ করা আবেদন পত্র জমা করতে হবে (কাজের দিন সকাল ১১ টা থেকে বেলা ২ টার মধ্যে)  এই ঠিকানায় – the office of the Centre for Continuing and Adult Education, Ist floor of Pandit Ravi Sankar Bhavan, near Gate No-1, Vidyasagar University, Pin - 721102

 

আরও পড়ুনঃ মাঙ্কি পক্স সম্পর্কিত গাইড লাইন প্রকাশ কেন্দ্রের, জানুন বিস্তারিত

এছাড়া আবেদনপত্র ও পেমেন্ট ডকুমেন্ট এর স্ক্যান কপি পাঠাতে পারেন এই মেল আই ডি তে – ccaeoffice@mail.vidyasagar.ac.in। 

আবেদনপত্র জমা করা বা আবেদনপত্র মেলে পাঠানোর শেষ তারিখ ১ আগস্ট, ২০২২। 

ফি জমা করার ঠিকানা – UCO Bank, Vidyasagar University Branch, IFSC UCBA0001748, Beneficiary Name – Vidyasagar University, CCAE, Account Number 17480110077832, SWIFT CODE – UCBAINBB102। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download Now

আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে ৮৩৭৩৮৬১৭০৭ বা দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - http://www.vidyasagar.ac.in/

(Job oriented course at Vidyasagar University)

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ