ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে কিউরেটর পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ সেপ্টেম্বর,  ২০২২ এর মধ্যে।

 

আরও পড়ুনঃ কয়েক হাজার শূন্যপদে সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

পোস্ট - কিউরেটর ' ই ' 

শূন্যপদ - ২টি

যোগ্যতা - প্রথম শ্রেণীর এম.এসসি/বি.ই বা বি.টেক ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৩ বছরের অভিজ্ঞতা অথবা

এম.টেক/এম.এস/এম.ই /পি এইচ ডি (সায়েন্স) সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১১ বছরের অভিজ্ঞতা

অথবা পি এইচ ডি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরও পড়ুনঃ স্বপ্নের বাড়ি বাঁচাতে অদ্ভুত উপায় কৃষকের, ভাইরাল ভিডিও

বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ১,২৩,১০০/- টাকা - ২,১৫,৯০০/- টাকা 

নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং/অথবা ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ সেপ্টেম্বর,  ২০২২ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Secretary, National Council of Science Museums, Block - GN, Sector - V, Bidhan Nagar, Kolkata - 700091 '।

 

আরও পড়ুনঃ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে নিয়োগ

আবেদন মূল্য ৫০০/- টাকা।

টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় ' in favour of " National Council of Science Museums" payable at Kolkata '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট www.ncsm.gov.in

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ