ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ এ মোট ৪৩৩ জন অফিসার নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

পোস্ট - নার্সিং অফিসার

শূন্যপদ - ৪৩৩টি

যোগ্যতা - ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রাপ্ত নার্সিং এ বি.এসসি অনার্স/ বি.এসসি ডিগ্রী অথবা বি.এসসি (পোস্ট সার্টিফিকেট)/পোস্ট বেসিক বি.এসসি নার্সিং এ ডিগ্রী সহ স্টেট/ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এ নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে রেজিস্টার্ড

অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডউইফেরি তে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা এবং স্টেট/ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এ নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে রেজিস্টার্ড হতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতন - ৪৪,৯০০/-

 

নির্বাচন পদ্ধতি

 

কম্পিউটার বেসড টেস্ট এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ১৮ ডিসেম্বর, ২০২২ তারিখ।

হল টিকিট ডাউনলোড এবং পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন JIPMER এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.jipmer.edu.in

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে JIPMER এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.jipmer.edu.in এর মাধ্যমে ১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ১৫০০/- টাকা + ট্রানজেশন চার্জ। তবে এসসি/এসটি এর ক্ষেত্রে আবেদন ১২০০/- টাকা+ ট্রানজেশন চার্জ।

প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন JIPMER এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.jipmer.edu.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ