ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্টেলিজেন্স ব্যুরোতে মোট ১৬৭৫ জন কর্মী নিয়োগ করা হবে।

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ অ্যান্ড মাল্টি টাস্কিং স্টাফ এক্সামিনেশন ২০২২ এর মাধ্যমে নিযুক্ত করা হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ১০ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ

শূন্যপদ - ১৫২৫ টি

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

২) মাল্টি টাস্কিং স্টাফ

শূন্যপদ - ১৫০টি

বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬, ৯০০/- টাকা

 

কলকাতার ক্ষেত্রে মোট শূন্যপদ - ৯০টি। যেখানে ৮৫ জন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ পোস্টে এবং ৫ জন মাল্টি টাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হবে।

যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং আঞ্চলিক ভাষাতে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ডমিসিল সার্টিফিকেট থাকতে হবে।

বয়স - সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ১০ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।

মাল্টি টাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ১০ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি বা অফিসিয়াল ওয়েবসাইট www.mha.gov.in অথবা www.ncs.gov.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে www.mha.gov.in অথবা www.ncs.gov.in এর মাধ্যমে ১০ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ৪৫০/- টাকা এবং এক্সামিনেশন ফি ৫০/- টাকা।

টাকা জমা করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি বা অফিসিয়াল ওয়েবসাইট www.mha.gov.in অথবা www.ncs.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ