ITBPF Recruitment : ইন্দো - টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্দো - টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে কর্মী নিয়োগ করা হবে (ITBPF Recruitment 2025)।
ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনে ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (টেলিকমিউনিকেশন)
শূন্যপদ - ৪৮টি
যোগ্যতা - টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী পাশ হতে হবে।
পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৬৫ সেমি এবং বুকের ছাতির মাপ হতে হবে ৮১ সেমি থেকে ৮৬ সেমি ও মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫৭ সেমি।
বয়স - বয়স হতে হবে ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আরও পড়ুনঃ ৫ টি সংস্থায় কাজের খোঁজ
প্রতিটি ধাপে উত্তীর্ণ হলে পরবর্তী ধাপের পরীক্ষা দিতে পারা যাবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBPF এর অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ITBPF এর অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in এর মাধ্যমে ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে।
আবেদন মূল্য ৪০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBPF এর অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।