ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ভারতীয় উপকূল রক্ষা বাহিনীতে কর্মী নিয়োগ করা হবে। 

মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ২২ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) নাবিক (জেনারেল ডিউটি)

শূন্যপদ - ২৬০টি

যোগ্যতা  - উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন - ২১,৭০০/- টাকা

 

 

২) নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)

শূন্যপদ - ৩০টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন - ২১,৭০০/- টাকা

 

 

৩) যান্ত্রিক (মেকানিকাল)

শূন্যপদ - ২৫টি

 

৪) যান্ত্রিক (ইলেকট্রিক্যাল)

শূন্যপদ - ২০টি

 

৫) যান্ত্রিক (ইলেকট্রনিক্স)

শূন্যপদ - ১৫টি

 

যোগ্যতা - মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

বেতন - ২৯,২০০/- টাকা

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ বছর থেকে ২২ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

কম্পিউটার বেস্ট টেস্ট, অ্যাসেসমেন্ট, ফিজিক্যাল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিক্যাল টেস্ট প্রভৃতির মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন উপকূল রক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https://joinindiancoastguard.cdac.in/cgept/

 

ট্রেনিং শুরু হওয়ার সম্ভাব্য তারিখ এপ্রিল/মে, ২০২৪ তারিখ থেকে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে উপকূল রক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.cdac.in/cgept/ এর মাধ্যমে ২২ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটির ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন উপকূল রক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.cdac.in/cgept/

 

এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ  গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ