IIT তে বিভিন্ন পদে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য। পোস্ট অনুযায়ী আবেদনের শেষ তারিখ ভিন্ন।
পোস্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য
বিজ্ঞপ্তি নম্বর - IIITR/2023/Rec/NF/02
১) জুনিয়র সুপারিটেনডেন্ট
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
বেতনক্রম - পে - লেভেল ৬
আবেদনের শেষ তারিখ - ১২ জুন, ২০২৩ তারিখ
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা/স্কিল টেস্ট/ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর - IIITR/2023/Rec/NF/03
২) অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা
আবেদনের শেষ তারিখ - ২৪ জুন, ২০২৩ তারিখ
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা/স্কিল টেস্ট/ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে IIITR এর অফিসিয়াল ওয়েবসাইট iiitr.ac.in/careers এর মাধ্যমে।
আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা প্রভৃতি ক্যাটাগরি এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে SBI COLLECT এর মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IIITR এর অফিসিয়াল ওয়েবসাইট iiitr.ac.in/careers।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।