ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরে ড্রাইভার, নার্স, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে শতাধিক কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - R/09/2023।

আবেদন করতে হবে অনলাইনে ৫ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) জুনিয়র এক্সিকিউটিভ

শূন্যপদ - ১৯টি

যোগ্যতা - যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

২) জুনিয়র অ্যাকাউন্টস অফিসার

শূন্যপদ - ৫টি

যোগ্যতা - বি.কম গ্র্যাজুয়েট পাশ অথবা বিবিএ/এমবিএ ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজের জন্য কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

আরও পড়ুনঃ একাধিক সরকারি দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ

 

৩) জুনিয়র টেকনিক্যাল সুপারিটেন্ডেন্ট

শূন্যপদ - ৩০টি

যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা/বি.এসসি অথবা সমতুল্য এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৪) জুনিয়র ইঞ্জিনিয়ার/জুনিয়র আর্কিটেক্ট

শূন্যপদ - ২২টি

যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার বা সমতুল্য বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা অথবা ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার বা সমতুল্য বিষয়ে তিন বছরের ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট বিষয়ে

৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে লাইসেন্স এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৫) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (ফিজিওথেরাপি)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

 

৬) স্টাফ নার্স

শূন্যপদ - ১২টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ GNM কোর্স এবং নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।

পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৭) সিনিয়র লাইব্রেরী ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ২টি

যোগ্যতা - লাইব্রেরী সায়েন্স/ লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা সমতুল্য বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৮) ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর

শূন্যপদ - ৫টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৯) অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার গ্রেড - II

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি অবশ্যই সুঠাম শরীর ও চটপটে হতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

আরও পড়ুনঃ ভারতীয় বিমানবন্দরে কর্মী নিয়োগ

 

১০) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ২০টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ কম্পিউটারে টাইপিং এ দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

১১) জুনিয়র টেকনিশিয়ান/জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ২৩টি

যোগ্যতা - বি.এসসি গ্র্যাজুয়েট অথবা ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ভ্যালিড সার্টিফাইড লাইসেন্স এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

১২) সিকিউরিটি ইন্সপেক্টর

শূন্যপদ - ৫টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি অবশ্যই সুঠাম শরীর ও চটপটে হতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

১৩) ড্রাইভার গ্রেড - II

শূন্যপদ - ৬টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও ভারী - হালকা যানবাহন চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ এবং

সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা ও ভারী - হালকা যানবাহন চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

উল্লেখ্য প্রতি পোস্টের ক্ষেত্রেই বয়স, যোগ্যতা হতে হবে ৫ জুলাই, ২০২৩ অনুযায়ী।

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি 

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের লিখিত

পরীক্ষা/ট্রেড টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.iitkgp.ac.in

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.iitkgp.ac.in এর মাধ্যমে ৫ জুলাই, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।

আবেদন পত্র ও মূল্য জমা করার পর তার প্রিন্ট কপি অবশ্যই বের করে রাখতে হবে। পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় তা কাজে লাগবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.iitkgp.ac.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ