ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - NT - 01/2023।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ৩০ জুন, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) ডেপুটি রেজিস্ট্রার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।

বেতনক্রম - পে - লেভেল ১২

 

২) টেকনিক্যাল অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/ বি.টেক ডিগ্রী অথবা এম.এসসি/এমসিএ ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - পে - লেভেল ১০

 

৩) সুপারিটেনডেন্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাস্টার্স ডিগ্রী সহ কম্পিউটারে দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - পে - লেভেল ৭

 

৪) জুনিয়র সুপারিটেনডেন্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী সহ কম্পিউটারে দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - পে - লেভেল ৬

 

৫) জুনিয়র ট্রান্সলেটর

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ অনুবাদ করার সার্টিফিকেট/ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - পে - লেভেল ৬

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

প্রবেশন পিরিয়ড - ১বছর

প্রতি পোস্টের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা, বয়স হতে হবে ৩০ জুন, ২০২৩ অনুযায়ী।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষা/স্কিল টেস্ট/ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট iiserbpr.ac.in

উড়িষ্যায় বেরহামপুরে নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট iiserbpr.ac.in এর মাধ্যমে ৩০ জুন, ২০২৩ এর মধ্যে।

 

আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/ট্রান্সজেন্ডার/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমের দ্বারা।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট iiserbpr.ac.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ