IIPS এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সস (IIPS) এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
বিজ্ঞপ্তি নম্বর - ADMIN/03/2022
১) আপার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ২০ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল ৪ (7th CPC)
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা
আবেদনের শেষ তারিখ - ২০ ডিসেম্বর, ২০২২
২) আপার ডিভিশন ক্লার্ক কাম ক্যাশিয়ার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বি.কম ডিগ্রী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২০ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল ৪ (7th CPC)
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা
আবেদনের শেষ তারিখ - ২০ ডিসেম্বর, ২০২২
৩) ফাইন্যান্স অ্যান্ড প্রোজেক্ট ম্যানেজার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - এম.কম ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ - ৭ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বেতন - ৮০,০০০/- টাকা
সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে ১২ ডিসেম্বর, ২০২২ তারিখ দুপুর ২টো থেকে।
ঠিকানা - NFHS Committee Room, First Floor, Academic Building, IIPS Mumbai
৪) অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড প্রোগ্রামিং সাপোর্ট স্টাফ
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বি.কম ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - ৩০,০০০/- টাকা
সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে ১২ ডিসেম্বর, ২০২২ তারিখ দুপুর ২টো থেকে।
ঠিকানা - NFHS Committee Room, First Floor, Academic Building, IIPS Mumbai
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
মুম্বাই অঞ্চলে নিয়োগ করা হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IIPS এর অফিসিয়াল ওয়েবসাইট www.iipsindia.ac.in/career & job opportunities বা এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।